দীর্ঘ প্রতীক্ষার পর ৫০ শতাংশ যাত্রী নিয়ে রবিবার থেকে যাত্রা শুরু লোকাল ট্রেনের
আগামী ৩১শে অক্টোবর, রবিবার থেকে ফের লোকাল ট্রেন পরিষেবা চালু হচ্ছে। নবান্ন সূত্রে জানা যাচ্ছে আপাতত ৫০ শতাংশ যাত্রী নিয়েই চলবে লোকাল ট্রেন। শনিবার রাজ্যের চার আসনের উপনির্বাচন। আর তার পরের দিন থেকেই স্বাভাবিক নিয়মে চলবে লোকাল ট্রেন। প্রসঙ্গত গত বৃহস্পতিবার থেকে মুম্বইয়ে লোকাল ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। করোনা পরিস্থিতির আগের অবস্থায় লোকাল ট্রেন পরিষেবা নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে মধ্য এবং পশ্চিম রেল।
- Related topics -
- পরিষেবা
- রেল পরিষেবা
- লোকাল ট্রেন
- নবান্ন
- রাজ্য