Lionel Messi | কলকাতা থেকে শিক্ষা! মেসির গোট কনসার্ট ঘিরে আঁটোসাঁটো নিরাপত্তা হায়দ্রাবাদে

হায়দরাবাদে এক ঘণ্টায় মোট ৮টি অনুষ্ঠানে অংশ নেবেন মেসি। এই গোট কনসার্ট ঘিরে নিরাপত্তা বাড়িয়ে আরও আঁটসাঁট করা হয়েছে।
কলকাতায় লিওনেল মেসির গোট কনসার্ট কার্যত ব্যর্থ। চরম অব্যব্যস্থার অভিযোগ করেছেন দর্শকেরা। বিশৃঙ্খলার মধ্যে দুপুরেই বিমানে চড়ে কলকাতা থেকে বিমানে হায়দরাবাদ পৌঁছে যান মেসি। সেখানে এক ঘণ্টায় মোট ৮টি অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। রাচাকোন্ডার পুলিশ কমিশনার জানিয়েছেন, “যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। চার হাজার পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। পুরো এলাকা ব্যারিকেড দিয়ে ঘিরে রাখা হয়েছে। পুলিশ এবং অন্য নিরাপত্তা সংস্থাগুলোর উদ্যোগে নিরাপদ এবং শান্তিপূর্ণভাবে মেসির সফর নিশ্চিত করবে। আমরা সতর্ক রয়েছি।”
