বাংলা থিয়েটার জগতের আলোর জাদুকর দীপক মুখোপাধ্যায় প্রয়াত

Thursday, July 22 2021, 3:36 pm
বাংলা থিয়েটার জগতের আলোর জাদুকর দীপক মুখোপাধ্যায় প্রয়াত
highlightKey Highlights

আলো আর অন্ধকারের রসায়ন নিয়ে খেলতে খেলতেই বৃহস্পতিবার সকালে আলোর জগৎ থেকে চির-অন্ধকার জগতের উদ্দেশ্যে পাড়ি দিলেন দীপক মুখোপাধ্যায়। বাংলা থিয়েটার জগতের আলোর জাদুকর দীপক মুখোপাধ্যায় ৭৯ বছর বয়সে এসেও কোনোদিন হারিয়ে ফেলেননি কাজ করার ইচ্ছাটা। নাটকের মঞ্চ ঘিরেই যে ছিল তাঁর চিন্তার জগৎ। বিগত বেশ কয়েকদিন ধরে হাওড়ার একটি বেসরকারি নার্সিংহোমে বাধক্যজনিত সমস্যার কারণে ভর্তি ছিলেন তিনি। শ্বাসকষ্টের কারণে তাঁকে রাখতে হয় ভেন্টিলেশনেও। বৃহস্পতিবার সকালেই তাঁকে কলকাতায় এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হয়, কিন্তু শেষরক্ষা হল না।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File