Israel-Lebanon | এবার ইজরায়েলকে লক্ষ্য করে পর পর রকেট হামলা চালাল লেবাবনন! গাজায় এখনও জারি ইজরায়েলের বিমান হামলা
Friday, November 1 2024, 1:40 pm
Key Highlightsউত্তর ইজরায়েল লক্ষ্য করে পর পর রকেট হামলা চালাল লেবাবনন। গাজার মাটিতে বিমান হামলা জারি রেখেছে ইজরায়েল।
ইজরায়েলের লাগাতার হামলার পাল্টা জবাব দিলো লেবানন! সূত্রের খবর, উত্তর ইজরায়েল লক্ষ্য করে পর পর রকেট হামলা চালাল লেবাবনন। হেজবোল্লার এই হামলায় মৃত্যু হয়েছে ৭ জনের। এর মধ্যে ৪ জনই বিদেশি নাগরিক বলে জানা গিয়েছে। প্রায় ২৫টি ক্ষেপণাস্ত্র হামলা চলে হেজবোল্লার তরফে। এই হামলার পালটা প্রত্যাঘাতের হুঁশিয়ারি দেওয়া হয়েছে তেল আভিভের তরফে। অন্যদিকে, গাজার মাটিতে বিমান হামলা জারি রেখেছে ইজরায়েল। বৃহস্পতিবার উত্তর গাজার একাধিক জায়গায় ইজরায়েলের হামলায় ৯৫ জনের মৃত্যু হয়েছে বলে খবর।
- Related topics -
- আন্তর্জাতিক
- ইরান
- ইজরায়েল
- যুদ্ধ

