বড় দুর্গা সহস্র মাথার অসুরের পর এবার পালা সবচেয়ে বড়, এবার তৈরি হচ্ছে সবচেয়ে বড় সিংহ

Sunday, September 11 2022, 5:11 pm
highlightKey Highlights

মানুষ সবথেকে বড় দুর্গা দেখেছে। দেখেছে ১০০০ মাথাওয়ালা অসুর। এবার বাংলা দেখবে সবথেকে বড় সিংহ। সৌজন্যে শিল্পী যামিনী পাল শিল্পীর পরিবার।


আর মাত্র কয়েক দিনের অপেক্ষা। একটা একটা করে দিন এগিয়ে আসছে। মুর্শিদাবাদ জেলায় প্রথমবার সবচেয়ে বড় সিংহ 'দ্য লায়ন কিং'-র । যার প্রস্তুতি চলছে জোরকদমে। তৈরি করছেন শিল্পী অসীম পাল। থিম সৃজনে লোয়ার কড়াই সর্বজনীন দুর্গাপূজা কমিটি। স্থান বহরমপুর, মুর্শিদাবাদ।

বহু আগের কথা। কলকাতার পোস্তা বাজারের সরস্বতী পুজো মানেই ছিলেন বিখ্যাত শিল্পী রমেশ পাল। কিন্তু একবছর ঘটে যায় ব্যতিক্রম, পুজো কমিটির এক বিশেষ সদস্যের অনুরোধকে প্রাধান্য দিয়ে সে বছরের ঠাকুরের বায়না দেওয়া হয় মুর্শিদাবাদ জেলার বহরমপুরের এক শিল্পীকে। তারপরেই ঘটে যায় সেই আশ্চর্য ঘটনা। অসাধারণ শিল্পনৈপূণ্যের ছটায় আলোকিত হয় পোস্তার পুজো মন্ডপ।

বহু দর্শনার্থীদের পাশাপাশি প্রতিমা দর্শনে আসেন শিল্পী রমেশ পালও। আর প্রতিমা দর্শনে এসে একটা জায়গায় খটকা লাগে তাঁর, তিনি নিশ্চিতভাবে মনে করেছিলেন যে প্রতিমার কাপড় মাটির হতেই পারে না, এগুলি সিল্কেরই কাপড়। এরপর কমিটির লোকের কথা পরখ করার জন্য স্পর্শ করে দেখতে চান রমেশ বাবু। কিন্তু অবিশ্বাস্য হলেও সত্যিই যে সেটি মাটির কাপড়ই ছিল। বিখ্যাত শিল্পী রমেশ পালকে যে শিল্পী চমকে দিয়েছিলেন, তিনি আর কেউই নন মুর্শিদাবাদের গর্ব শিল্পশ্রী যামিনী পাল।

Trending Updates




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File