খেলাধুলা

Lalit Modi | আদালতে ধাক্কা খেলেন মোদী! আবেদন গ্রহণই করলো না সুপ্রিম কোর্ট!

Lalit Modi | আদালতে ধাক্কা খেলেন মোদী! আবেদন গ্রহণই করলো না সুপ্রিম কোর্ট!
Key Highlights

BCCI এর কাছে জরিমানার টাকা দাবি করে আদালতের দ্বারস্থ হয়েছিলেন প্রাক্তন BCCI কর্তা।

বোম্বে হাইর্কোটের পর এবার সুপ্রিম কোর্টেও ধাক্কা খেলেন ললিত মোদী। BCCI এর কাছে জরিমানার টাকা দাবি করে আদালতের দ্বারস্থ হয়েছিলেন প্রাক্তন BCCI কর্তা। কিন্তু তাঁর আবেদন গ্রহণই করলো না শীর্ষ আদালত। বিচারপতি পিএস নরসিমহা ও আর মহাদেবনের বেঞ্চ তাঁর আবেদন খারিজ করে দেন। আদালত জানিয়েছে, ললিত মোদী আইন অনুযায়ী, নাগরিক হিসেবে আইনি সুবিধা পাবেন। হাইকোর্ট জানিয়েছিল, যেহেতু BCCI একটি স্বশাসিত সংস্থা তাই এটা কোনও স্টেটের আওয়াত পড়ে না। সেই কারণে ললিত মোদীর আবেদনকে মিথ্যা বলে খারিজ করা হয়।