রাজ্য

Darjeeling Tea | দার্জিলিং টির মোড়কে নেপালের চা বিক্রি! নকল দার্জিলিং চা যাচাই করতে উত্তরবঙ্গে তৈরী হবে ল্যাবেরেটরি

Darjeeling Tea | দার্জিলিং টির মোড়কে নেপালের চা বিক্রি! নকল দার্জিলিং চা যাচাই করতে উত্তরবঙ্গে তৈরী  হবে ল্যাবেরেটরি
Key Highlights

আসল নকল দার্জিলিং চা পরীক্ষা করতে এবার উত্তরবঙ্গে দু’টি ল্যাবেরেটরি তৈরি করার পরিকল্পনা করেছে পশ্চিমবঙ্গ সরকার।

আসল নকল দার্জিলিং চা পরীক্ষা করতে এবার উত্তরবঙ্গে দু’টি ল্যাবেরেটরি তৈরি করার পরিকল্পনা করেছে পশ্চিমবঙ্গ সরকার। সেখানেই গুণগত মান পরীক্ষা করে ধরা হবে ‘নকল’ দার্জিলিং টি। যাচাই করা হবে, দার্জিলিং টির মোড়কে নেপালের চা বিক্রি হচ্ছে কিনা। চায়ের গুণগত মান FSSAIর নির্ধারিত মানে পৌঁছচ্ছে কি না, তাও ওই দু’টি ল্যাবেরেটরিতে পরীক্ষা করে দেখা হবে। সম্প্রতি রাজ্যের টি অ্যাডভাইজ়রি কাউন্সিলের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, পশ্চিমবঙ্গ নেপাল সীমান্ত এলাকায় ও পশ্চিমবঙ্গ অসম সীমানায় দু’টি ল্যাবেরেটরি তৈরি করা হবে।