Kunal Kamra | ‘RSS’-কে অপমান? শার্ট পরে বিতর্কে কৌতুকাভিনেতা কুণাল কামরা, পুলিশি পদক্ষেপের হুমকি বিজেপির

Wednesday, November 26 2025, 6:29 am
highlightKey Highlights

কুণালকে উচিত শিক্ষা দেওয়ার আবেদন জানিয়েছেন শিবসেনা নেতা তথা মহারাষ্ট্রের মন্ত্রী সঞ্জয় শিরসাত।


গত সোমবার রাতে সোশাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করেছেন কমেডিয়ান কুণাল কামরা। ছবিতে দেখা যাচ্ছে একটি কালো রংয়ের টি শার্ট পরে মোবাইল হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছে কুনাল। টি শার্টে লাল রঙে লেখা ‘RSS’। একটি কুকুর তার উপর প্রস্রাব করছে। ক্যাপশনে লেখা, ‘ছবিটি কমেডি ক্লাবে তোলা হয়নি।’ এই ছবি প্রকাশ্যে আসতেই বিতর্ক চরমে উঠেছে। মহারাষ্ট্রের প্রবীণ বিজেপি নেতা চন্দ্রশেখর বাওয়ানকুলে হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, ‘সোশাল মিডিয়ায় যারা এই ধরনের আপত্তিকর পোস্টদাতাদের বিরুদ্ধে পুলিশি পদক্ষেপ করা হবে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File