রাজ্য

Krishnanagar | কৃষ্ণনগরের তরুণী খুনের ৭৮ দিনের মাথায় ৩০০ পাতার চার্জশিট জমা দিলো পুলিশ!

Krishnanagar | কৃষ্ণনগরের তরুণী খুনের ৭৮ দিনের মাথায় ৩০০ পাতার চার্জশিট জমা দিলো পুলিশ!
Key Highlights

চার্জশিটে দেশরাজের পাশাপাশি রাঘবেন্দ্র এবং কুলদীপকেও বিএনএস-এর একাধিক ধারায় অভিযুক্ত করা হয়েছে।

গত ২৬ অগস্ট কৃষ্ণনগরে বাড়িতে ঢুকে প্রাক্তন প্রেমিকা ঈশিতা মল্লিকের মাথায় গুলি করে পালিয়ে যায় অভিযুক্ত দেশরাজ। এঘটনা নিয়ে শোরগোল পড়ে রাজ্যে। অনেক চেষ্টার পর দেশরাজকে গ্রেপ্তার করে পুলিশ। ছেলেকে সাহায্য করার অপরাধে গ্রেপ্তার করা হয় তার বাবা তথা বিএসএফ কর্মী রাঘবেন্দ্র প্রতাপ সিংকেও। এবার ঘটনার ৭৮ দিনের মাথায় জেলা আদালতে ৩০০ পাতার চার্জশিট জমা দিল পুলিশ। পুলিশ জানিয়েছে, ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে দেশরাজের পাশাপাশি রাঘবেন্দ্র এবং তাঁর মামা কুলদীপকে বিএনএস-এর একাধিক ধারায় অভিযুক্ত করা হয়েছে।