আন্তর্জাতিক

IMF | IMF-এর একজ়িকিউটিভ ডিরেক্টরের পদ থেকে সরানো হলো কৃষ্ণমূর্তি ভি সুব্রহ্মণ্যমকে !

IMF | IMF-এর একজ়িকিউটিভ ডিরেক্টরের পদ থেকে সরানো হলো কৃষ্ণমূর্তি ভি সুব্রহ্মণ্যমকে !
Key Highlights

আন্তর্জাতিক অর্থ ভাণ্ডারে ভারতের একজ়িকিউটিভ ডিরেক্টরের পদ থেকে সরিয়ে দেওয়া হলো কৃষ্ণমূর্তি ভি সুব্রহ্মণ্যমকে।

আন্তর্জাতিক অর্থ ভাণ্ডারের একজ়িকিউটিভ ডিরেক্টরের পদ থেকে সরানো হলো কৃষ্ণমূর্তি ভি সুব্রহ্মণ্যমকে। এই সিদ্ধান্ত নিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ক্যাবিনেটের অ্যাপয়েন্টমেন্টস কমিটি। এ নিয়ে সরকারের তরফে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি। ২০২২ থেকে কৃষ্ণমূর্তি IMFএ ভারতের প্রতিনিধিত্ব করছেন। তিনিই দেশের সর্বকনিষ্ঠ চিফ ইকনমিক অ্যাডভাইজ়র বা প্রধান অর্থনৈতিক উপদেষ্টা। নভেম্বরে তাঁর মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। তাঁর আগেই সরানো হলো তাঁকে। উল্লেখ্য, এপ্রিলে ভারতের হয়ে IMFএর বিরুদ্ধে সরব হয়েছিলেন তিনি।