Kolkata’s Top Places To Visit With Kids: শহরের মধ্যেই খুদেকে নিয়ে আসুন ঘুরে

Friday, April 21 2023, 9:29 am
highlightKey Highlights

মন ভালো রাখতে এবার ছুটিতে আপনার খুদের সঙ্গে ঘুরে আসুন শহরের মধ্যে।


রবিবার হলেই মন চায় একটু ঘুরতে যেতে। তারওপর যদি আপনার বাড়িতে থাকে একরত্তি, তাহলে তার বায়না মানতেই হবে। মোবাইল, গেম বাদ দিয়ে ছোট্ট সদস্যদের আকর্ষণ করা এই ডিজিটাল যুগে হয়ে যায় একটু সমস্যার বিষয়। তবে শহরের মধ্যেই রয়েছে এমন কিছু জায়গা যেখানে ঘুরতে গিয়ে আপনার সন্তানের সঙ্গে আপনিও খুশি হবেন ।

  • আলিপুর চিড়িয়াখানা: মোটামুটি সব বাচ্চারাই পশু পাখি দেখলে আনন্দে শুরু করে লাফালাফি। ১৮৭৬ সালে প্রতিষ্ঠিত এই চিড়িখানায় রয়েছে প্রায় ১২৬৬টি ১০৮ রকমের পশু পাখি। বাঘ, সিংহ, ভাল্লুক, হরিণ, গন্ডার, জিরাফ, হাতি থেকে শুরু করে রয়েছে কত না কি। রয়েছে বিভিন্ন রকমের পাখিও, সঙ্গে রয়েছে একাধিক রকমের সাপ, কুমির। এখানে এসে আপনার খুদে যেমন মজাও করতে পারবে তেমনই জানতে পারবে নানান পশু পাখি সম্পর্কে। আলিপুর চিড়িয়াখানায় প্রবেশ সময় সকাল ৯টায়, যা বন্ধ হয় বিকেল ৫টায়। এখানে ঢুকতে ৫বছরের ছোটদের টিকিট ফি ১০টাকা ও ৫ বছর উর্দ্ধের জন্য ২৫টাকা। 
আলিপুর চিড়িয়াখানা
আলিপুর চিড়িয়াখানা
Trending Updates
  • সাইন্স সিটি: ছোটদের খেলার ছলে বিজ্ঞান শেখাতে ও সঙ্গে আপনারও মন ভালো করতে ঘুরে আসুন সাইন্স সিটিতে। সকাল ৯টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত খোলা থাকে সাইন্স সিটি। ৩০ টাকা করে টিকিট কেটে ঘুরতে পারবেন বিজ্ঞান পার্কে। এখানে রয়েছে পৃথিবী, মহাকাশ, সৌরমন্ডল ও বিজ্ঞান সম্পর্কিত নানান মজার মজার রাইড, এক্সিবিশন। অবশ্যই দেখতে ভুলবেন না সাইন্স সিটির বিশেষ থিয়েটার শো।
  • ইন্ডিয়ান মিউজিয়াম:১৮১৪ সালে প্রতিষ্ঠিত এই মিউজিয়াম দেশের পুরাণতম ও বৃহত্তম মিউজিয়ামগুলির মধ্যে একটা। এই মিউজিয়ামে রয়েছে বিভিন্ন ঐতিহাসিক চিত্র, আসবাব, জীবাশ্ম এমনকি মমিও। দেশের সঙ্গে সঙ্গে পৃথিবীর নানা জায়গার ইতিহাস সম্পর্কিত বিভিন্ন জিনিস রয়েছে এখানে। ইতিহাস ছাড়াও রয়েছে বিভিন্ন প্রজাতির সম্পর্কিত তথ্য। আপনার খুদের সঙ্গে অনেক জিনিস সম্পর্কে জ্ঞান লাভ করতে পারবেন আপনিও। ইন্ডিয়ায় মিউজিয়াম খোলা থাকে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। ২০টাকা দিয়ে দেখে আসুন গোটা পৃথিবীর ইতিহাস।
ইন্ডিয়ান মিউজিয়াম
ইন্ডিয়ান মিউজিয়াম
  • ভিক্টরিয়া মেমোরিয়াল: রানী ভিক্টরিয়ার স্মৃতিতে ১৯২১ সালে বানানো ভিক্টরিয়া মেমোরিয়াল বিশ্বখ্যাত। মার্বেল পাথর দিয়ে বানানো এই স্থাপত্যের চমক কেবল বাইরেই নয়, চমক রয়েছে এর ভেতরেও। ভিক্টরিয়ার ভেতরে রয়েছে বিভিন্ন ঐতিহাসিক ছবি,আসবাব ইত্যাদি। ভারতের ইতিহাস জানার সঙ্গে সঙ্গে আপনার খুদে বাইরে বাগানেও খেলে পাবে মজা। ভিক্টরিয়ার বাগান খোলা থাকে ভোর ৫.৩০টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত এবং ভেতরের গ্যালারি খোলা থাকে সকাল ১০টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত। ৩০ টাকা দিয়ে ভিক্টরিয়ার গ্যালারি ও ১০বা টাকা দিয়ে ভিক্টরিয়ার বাগানে আপনার খুদেকে নিয়ে কিছু ঘন্টার জন্য ঘুরে আসতেই পারেন। চাইলে ভিক্টরিয়ার বাগানে বসে আপনি খাবার নিয়ে গিয়ে করতে পারেন পিকনিকও।
ভিক্টরিয়া মেমোরিয়াল
ভিক্টরিয়া মেমোরিয়াল
  • নিকো পার্ক: ইতিমধ্যেই খুদেদের মধ্যে জনপ্রীয় নিকো পার্ক। ১৯৯১ সালে প্রতিষ্ঠিত অসংখ্য রাইড যুক্ত এই পার্কে যেতে আপনার খুদের ভালো লাগবে খুবই। সকাল ১০.৩০টা থেকে ৬.৩০টা পর্যন্ত খোলা থাকে এই পার্ক। যদিও এখানে রাইড গুলি চড়ার জন্য আপনাকে কাটতে হবে আপনার পছন্দ মতো টিকিট। তবে বিনামূল্যেই চড়তে পারবেন টয় ট্রেনে। 
নিকো পার্ক
নিকো পার্ক
  • বিড়লা প্ল্যানেটোরিয়াম: আপনার বা আপনার খুদের যদি মহাকাশ সম্পর্কিত বিষয় ভালো লাগে তাহলে অবশ্যই দেখে আসুন বিড়লা প্ল্যানেটোরিয়ামের শো। ১৯৬৩ সালে প্রতিষ্ঠিত বিড়লা প্ল্যানেটোরিয়ামে মহাজাগতিক শোর চর্চা দেশ বিদেশে। কীভাবে আমাদের মহাকাশ তৈরী হলো, কীভাবে এ,আমাদের পৃথিবী তৈরী হলো এসব সম্পর্কে এক সুন্দর শো দেখুন বিড়লা প্ল্যানেটোরিয়ামে।

আপনার একরত্তির সঙ্গে ভালো সময় কাটাতে ও সঙ্গে সঙ্গে আপনার মন ভালো রাখুন। সপ্তাহ শেষে কম খরচে ঘুরে আসুন শহরের ভেতরেই।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File