আবহাওয়ানিম্নচাপের পাশাপাশি আগামী ৪৮ ঘণ্টা ফের প্রবল বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের
উত্তরবঙ্গে নিম্নচাপ থাকার পাশাপাশি দক্ষিণ বঙ্গোপসাগরের মধ্যভাগে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এই সিস্টেমগুলি প্রভাবে উত্তরবঙ্গে আগামী সোমবার পর্যন্ত অতি ভারী বৃষ্টির সর্তকতা জারি রয়েছে। এছাড়াও দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সর্তকতা এবং অন্যদিকে আশঙ্কা রয়েছে দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় ধসের। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং মালদহেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে । জলীয় বাষ্প বেশি থাকায় তাপমাত্রা বাড়বে এবং আর্দ্রতা জনিত অস্বস্তি থাকবে।