Kolkata Water Supply | "শনিতে জল সরবরাহ বন্ধ" - ঘোষণা মেয়রের, দুর্ভোগ দক্ষিণ কলকাতাবাসীর

Friday, January 30 2026, 3:45 am
Kolkata Water Supply | "শনিতে জল সরবরাহ বন্ধ" - ঘোষণা মেয়রের, দুর্ভোগ দক্ষিণ কলকাতাবাসীর
highlightKey Highlights

আগামী ৩১ জানুয়ারি শনিবার গার্ডেনরিচ প্রকল্প থেকে বেহালা, রানিকুঠি, গড়ফা,কালীঘাট, চেতলা, বাঁশদ্রনী, সেনাপল্লী, লালকা,পর্ণশ্রী বুস্টার পাম্পিং স্টেশনে জল সরবরাহ বন্ধ রাখা হবে।


কলকাতার মেয়র জানিয়েছেন, আগামীকাল গার্ডেনরিচে কয়েকটা ভালব তৈরি করার কাজ চলবে। সেই কারণে আগামী ৩১ জানুয়ারি শনিবার গার্ডেনরিচ প্রকল্প থেকে বেহালা, রানিকুঠি, গড়ফা,কালীঘাট, চেতলা, বাঁশদ্রনী, সেনাপল্লী, লালকা,পর্ণশ্রী বুস্টার পাম্পিং স্টেশনে জল সরবরাহ বন্ধ রাখা হবে। ৮ থেকে ১৪ বরোর সবক’টি ওয়ার্ড অর্থাৎ টালিগঞ্জ, যাদবপুর, চেতলা, বেহালা, গড়িয়াহাট, কসবা, দক্ষিণ কলকাতার ই এম বাইপাস লাগোয়া ওয়ার্ডগুলির বাসিন্দারা শনিবার সকাল ৯টা ৩০ মিনিটের পর থেকে জল পাবেন না। রবিবার ১ ফেব্রুয়ারি থেকে পরিস্থিতি স্বাভাবিক হবে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File