Behala | টানা ৯০ দিন চলবেনা বাস-গাড়ি! ভোগান্তিতে পড়তে চলেছে বেহালাবাসী
Monday, May 19 2025, 6:09 pm
Key Highlightsভূর্গভস্থ নিকাশি নালার কাজ হবে। আর তাই বেহালা অঞ্চলের একাধিক রাস্তা আগামী ৯০ দিনের জন্য আংশিক বন্ধ থাকবে।
সোমবার কলকাতা পুলিশ জানিয়েছে, এম এল গুপ্ত রোডে ভূগর্ভস্থ নিকাশি নালার কাজের জন্যে আগামী ৩ মাস বেহালার একাধিক রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। রাস্তাগুলো হলো ভুবন মোহন রয় রোড জংশন, সোদপুর ফার্স্ট লেন এবং সোদপুর ব্রিকফিল্ড রোড যেখানে মিশেছে সেই এলাকা, হেমচন্দ্র মুখার্জি রোড জংশন এবং কালীপদ মুখার্জি রোড জংশন। এস ৩১, এসি ৩১ এবং সারদা পার্ক আনন্দপুর মিনি বাসের রুট বদলানো হবে। শখের বাজার ক্রসিংয়ে পৌঁছতে জেমস লং সরণি বিরেন রায় রোড হয়ে যাবে বাস এবং ভারী গাড়িগুলি।
- Related topics -
- শহর কলকাতা
- বেহালা
- রাজ্য

