উত্তরবঙ্গে অব্যাহত থাকবে ভারী বৃষ্টিপাত, জেনে নিন দক্ষিণবঙ্গে আবহাওয়ার কী পূর্বাভাস রয়েছে

Monday, June 27 2022, 6:52 am
highlightKey Highlights

উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।


উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার পূর্বাভাস রয়েছে। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় বৃষ্টি না হলে দক্ষিণবঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে।

কলকাতায় আংশিক মেঘলা আকাশ। কখনও পুরোপুরি মেঘলা আকাশ। আজ বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি না হলে জলীয় বাষ্পের কারণে আর্দ্রতা জনিত অস্বস্তি থাকবে। একটানা বা ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই।

মঙ্গল ও বুধবার ফের মেঘলা আকাশ এবং বৃষ্টির সম্ভাবনা বাড়বে। পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে অপেক্ষাকৃত বেশি বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টি হালকা মাঝারি হলেও একনাগাড়ে বা একটানা বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। ভারী বা অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আগামী কয়েকদিনে দেখছেন না আবহাওয়াবিদরা।

Trending Updates




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File