সাইবার ক্রাইম

টাকা লোপাটের ক্ষেত্রে নয়া পদ্ধতি অবলম্বন কলকাতায়, ‘কল ফরওয়ার্ড’ই বড় ভয় বলে জানাল লালবাজার

টাকা লোপাটের ক্ষেত্রে নয়া পদ্ধতি অবলম্বন কলকাতায়, ‘কল ফরওয়ার্ড’ই বড় ভয় বলে জানাল লালবাজার
Key Highlights

মোবাইল ফোনের সংযোগ কেটে দেওয়ার ভয় দেখিয়ে ১০ সংখ্যার একটি নম্বর ডায়াল করতে বললেই, ‘কল ফরওয়ার্ড’ হয়ে যাচ্ছে অন্য একটি নম্বরে? প্রতারণা নয়া ফাঁদ পেতেছে প্রতারকরা

গত কয়েক মাসে ‘কল ফরওয়ার্ডিং’কে হাতিয়ার করে সাইবার ক্রাইম সংক্রান্ত প্রতারণার নতুন চক্র সক্রিয় হয়েছে বলে আশঙ্কা করছে লালবাজার। গত কয়েক মাসে এই ধরনের দু’টি অভিযোগ দায়ের হয়েছে।

কী ভাবে হচ্ছে প্রতারণা? জেনে নিন কীভাবে বুঝবেন আপনি কোনভাবে এই ফাঁদ পড়েননি

‘কল ফরওয়ার্ডিং’ সংক্রান্ত অভিযোগ প্রথম জমা পড়ে মাস চারেক আগে। দিন দুয়েক আগেই আরও একটি অভিযোগ দায়ের হয়েছে বলে লালবাজার সূত্রে খবর। বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখে কে বা কারা এই প্রতারণার পিছনে রয়েছে তা নিয়ে তদন্তে নেমেছে লালবাজারের সাইবার ক্রাইম শাখা।

এ ক্ষেত্রে মোবাইলে ফোন করে কেওয়াইসি বা অন্য কোনও অজুহাতে ফোন করছে প্রতারকরা। ফোন করে ১০ সংখ্যার একটি নম্বর ডায়াল করতে বলা হচ্ছে। ১০ সংখ্যার আগে স্টার চিহ্ন দিয়ে নির্দিষ্ট কোড দিতেও বলা হয়েছে বলে জানিয়েছেন অভিযোগকারীরা। ওই নম্বর ডায়াল করলে মোবাইলের যাবতীয় ফোন কল অন্য নম্বর বা প্রতারকের ফোনে ফরওয়ার্ড হয়ে যাবে।

এরপর অপর মোবাইলে ওই নম্বর ব্যবহার করে হোয়াটসঅ্যাপ চালু করে, আসল নম্বরের মালিকের পরিচিতদের কাছ থেকে টাকা চাওয়ার অভিযোগ উঠেছে। তাই নতুন ধরনের এই প্রতারণা নিয়ে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছে লালবাজারের সাইবার ক্রাইম শাখা।