Cyber Crime: ধৃত ২, ই-কমার্স সাইট থেকে ক্রেতাদের তথ্য ফাঁস!

Thursday, November 10 2022, 7:59 am
highlightKey Highlights

একটি কম্পিউটার বা ইন্টারনেট ব্যবহার করে যদি কারো ব্যক্তিগত তথ্যের অবৈধ ব্যবহার, copyright infringement, ঠকানো, personal data চুরি, hacking, phishing, spamming বা privacy theft এবং এগুলির মতো অপরাধ করা হয়, তাহলে একে বলা হয় “cybercrime” .


কলকাতার ঢাকুরিয়া এলাকায় থেকে অভিনব কায়দায় মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডাবাসীর অ্যাকাউন্ট সাফের মতন অপরাধমূলক কাজ চলছিল। গোপন সূত্রে খবর পেয়ে বুধবার গভীর রাতে কল সেন্টারটিতে হানা দেয় কলকাতা পুলিশ। প্রতারণা চক্রের দুই চাঁইকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। উদ্ধার হয়েছে ২০টি সিপিইউ, প্রচুর মনিটর ও নথিপত্র।

যদিও বা এই ঘটনা কলকাতায় প্রথমবার হয়নি। এর আগেও একাধিক কল সেন্টারের আড়ালে এই কাজ চলার অভিযোগ পেয়েছে পুলিশ। কিন্তু এই দুই কীর্তিমানের কাণ্ড দেখে হতবাক পুলিশ। বৃহস্পতিবার তাদের আদালতে তুলে নিজেদের হেফাজতে নিতে চাইবে পুলিশ। তাদের জেরা করে চক্রের বাকিদের হদিশ পেতে চাইছে তদন্তকারীরা।

Trending Updates

পুলিশ সূত্রে খবর, জনপ্রিয় ই-কমার্স সাইটের ক্রেতাদের নামের তালিকা বের করত প্রতারকরা। সেই ক্রেতাদের নম্বর ধরে ফোন করে জানতে চাওয়া হত তাঁরা আইফোন কিনেছেন কিনা। ফোনের ওপাড়ে থাকা ব্যক্তিরা অধিকাংশ সময়ই জানাতেন, কেনেননি। তখনই প্রতারকরা বলতেন, ক্যানশেলসন ফি বাবদ তাঁদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠাবে সংস্থা। এভাবে ব্যাংক অ্যাকাউন্টের খুঁটিনাটি জেনে হাতানো হল লক্ষ-লক্ষ টাকা।

এই কাণ্ডে ২ ধৃতরা হলেন বেহালার বাসিন্দা রাজদীপ গঙ্গোপাধ্যায় ও একবালপুরের বাসিন্দা অমিত সিং। তাদের জেরা করে চক্রের বাকিদের হদিশ পেতে চাইছে সাইবার থানার পুলিশ। পাশাপাশি, ই কমার্স সাইট থেকে কীভাবে ক্রেতাদেন তথ্য প্রতারকদের হাতে আসত, তাও জানার চেষ্টা চলছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File