স্বাস্থ্য

Child Health: বিরল জেনেটিক রোগে আক্রান্ত শিশুদের খুঁজে বের করতে কলকাতা পুরসভার নতুন উদ্যোগ

Child Health: বিরল জেনেটিক রোগে আক্রান্ত শিশুদের খুঁজে বের করতে কলকাতা পুরসভার নতুন উদ্যোগ
Key Highlights

প্রতি ২০ জনের মধ্যে ১ জন শিশু এক বিরল জিনগত রোগের স্বীকার, খোঁজ নিতে এবার দুয়ারে কলকাতা পুরসভা।

অনেক শিশু জন্ম থেকেই কেউ দাঁড়াতে পারে না। অনেকটা কাটা গাছের কাণ্ডের মতো বিছানাতেই একধারায় শুয়ে থাকে। শিশুদের 'দি ক্রিয়েটাইন ফসফোকিনেস আইসো এনজাইম' বা CPK মাত্রা পরীক্ষা করলেই এই বিরল ও জেনেটিক রোগটি ধরা পরে। শিশুদের প্রভাবিত এই রোগটিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)বিরল রোগ হিসেবে তালিকাভুক্ত করেছে।

সম্প্রতি রাজ্যে এর ওপর এক সমীক্ষা করা হয়েছিল। সেই সমীক্ষার রিপোর্ট অনুযায়ী, পশ্চিমবঙ্গে গড়ে সাত বছর বয়সে শিশুদের এই বিরল রোগ ধরা পড়ে। অর্থাৎ শিশুর জন্মের ৭ বছর কেটে যাওয়ার পর এই রোগ ধরা পড়ার ফলে চিকিৎসা শুরু হতেও দেরি হয়। স্বাভাবিক ভাবে যদি আগে থেকে চিকিৎসা শুরু করা গেলে হয়তো জটিলতা অনেকটাই এড়ানো সম্ভব হত। 

এবার পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দফতর থেকে সেই জটিলতা এড়াতেই তৈরি হচ্ছে নতুন কমিটি। ইন্ডিয়ান প্রেডার উইল সিন্ড্রোম অ‌্যাসোসিয়েশনের সঙ্গে কলকাতা পুরসভার স্বাস্থ‌্য বিভাগের বৈঠক হয়েছে। ইন্ডিয়ান প্রেডার উইল সিন্ড্রোম অ‌্যাসোসিয়েশনের সভাপতি শিখা মেথারামানি জানিয়েছেন, নতুন কমিটিতে থাকবেন পুরসভার স্বাস্থ‌্য বিভাগের মেয়র পারিষদ তথা ডেপুটি মেয়র অতীন ঘোষ।

সম্প্রতি এবিষয়ে যুব তৃণমূল নেত্রী শ্রীমতি প্রিয়দর্শিনী ঘোষ জানিয়েছেন, কলকাতা পুরসভার প্রাইমারি হেল্থ কেয়ার সেন্টার প্রতিটি ওয়ার্ডেই রয়েছে। এই আরবান প্রাইমারি হেল্থ সেন্টারগুলি তাদের নিজস্ব আশাকর্মী, নার্সের সহায়তায় পোলিও-সহ শিশুদের একাধিক টিকাকরণের কাজ করে থাকে। তারা যদি পুরসভার অন্তর্গত ১৪৪টি ওয়ার্ডের প্রতিটি বাড়িতে গিয়ে খোঁজ নেয় এই বিরল অসুখে কোনো শিশু আক্রান্ত কি না, সেক্ষেত্রে একটি ডেটাবেস তৈরি করা সম্ভব হবে। পাশাপাশি বিরল রোগে আক্রান্ত শিশুর খোঁজ মিললে চিকিৎসাও দ্রুত শুরু করা যাবে। ইতিমধ্যেই পিজি হাসপাতালে জেনেটিক টেস্টিং শুরু হয়েছে। মুখ‌্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ‌্যায়ের স্বাস্থ‌্যসাথী সাহায‌্য করছে বিরল রোগে আক্রান্ত শিশুদের। ইতিমধ্যেই রাজ্যের ৬ বিরল রোগাক্রান্ত শিশুর অস্ত্রোপচার হয়েছে স্বাস্থ‌্যসাথীতে।


West Bengal Weather | চতুর্থ দফা তাপপ্রবাহের স্পেলের মধ্যে বৃষ্টির পূর্বাভাস! আগামী সপ্তাহেই বঙ্গের একাধিক জেলায় হতে পারে বৃষ্টি!
Love Brain | দিনে ১০০ বার প্রেমিককে ফোন! উত্তর না পেয়ে জিনিসপত্র ভাঙচুর করতেন তরুণী! হাসপাতালে নিয়ে যেতেই ধরা পরে 'ভালোবাসার পোকা বা 'লাভ ব্রেন'!
Howrah South Point Foundation | ৫০ বছর ধরে প্রতিবন্ধী ও দুস্থ শিশুদের অভিভাবক হাওড়া সাউথ পয়েন্ট সোশ্যাল ওয়েলফেয়ার আন্ড কম্যুনিটি ডেভেলপমেন্ট সেন্টার!
Mount Erebus | রোজ প্রায় ৮০ গ্রাম করে সোনা বেরোয় এই আগ্নেয়গিরি থেকে! ভারতে মূল্য প্রায় পাঁচ লক্ষ টাকা! তাও কেন ধারের কাছে পৌঁছতে পারেন না কেউ?
Tan Removal Pack | ট্যান দূর না করলে ত্বক পুড়ে কালো তো হবেই, সঙ্গে হতে পারে ত্বকের নানা সমস্যাও! দেখুন বাড়িতে কীভাবে বানাবেন ট্যান রিমুভ্যাল প্যাক!
কর্নফ্লাওয়ার অর্থ কি ? কর্নফ্লাওয়ার এর উপকারিতা | Benefits of Cornflower in Bengali
পৃথিবীর সপ্তম আশ্চর্যের নাম ও ছবি | 7 wonders of the world in Bengali | পৃথিবীর সপ্তাশ্চর্য