পরিবহন

দোলে বদলাচ্ছে মেট্রোর সময়সূচি, জানুন নির্ধারিত সময় | Kolkata Metro Timing in Dol Jatra 2022

দোলে বদলাচ্ছে মেট্রোর সময়সূচি, জানুন নির্ধারিত সময় | Kolkata Metro Timing in Dol Jatra 2022
Key Highlights

শুক্রবার অর্থাৎ ১৮ই মার্চ দোল উৎসব পালন করা হবে গোটা পশ্চিমবঙ্গে। পরের দিন অবাঙালিদের রঙের উৎসব হোলি। সেই উপলক্ষে মেট্রোর সময়সীমা নিয়ে একটি বিবৃতি দিয়েছে মেট্রো রেল।

মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছেন, আগামী ১৮ই মার্চ, ২০২২ অর্থাৎ শুক্রবারে কলকাতা মেট্রোর উত্তর-দক্ষিণ শাখার তিনটি প্রান্তিক স্টেশন - দমদম, কবি সুভাষ এবং দক্ষিণেশ্বর থেকে প্রথম মেট্রো ছাড়বে দুপুর ২টো বেজে ৩০ মিনিটে। ইস্ট-ওয়েস্ট বা পূর্ব-পশ্চিম শাখায় মেট্রো চলাচল শুরু হবে আরও দেরিতে। ফুলবাগান থেকে সল্টলেকের সেক্টর ফাইভে যাওয়ার প্রথম মেট্রো রওনা হবে বিকেল ৩ টের সময়। পাশাপাশি সেক্টর ফাইভ থেকে ফুলবাগানে আসার মেট্রোও ওই একই সময়ে ছাড়বে। তবে প্রথম মেট্রোর সময় বদলালেও রাতের শেষ মেট্রোর সময় বদলাচ্ছে না। যেমন বদলাচ্ছে না দোলের পরের দিন অর্থাৎ হোলির দিনের মেট্রো পরিষেবাও।

শুক্রবার দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ যাওয়ার শেষ মেট্রো ছাড়বে রাত ৯টা ১৮ মিনিটে। দমদম থেকে কবি সুভাষের শেষ মেট্রো ছাড়বে রাত সাড়ে ৯টায়। কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর যাওয়ার শেষ মেট্রোও ছাড়বে রাত সাড়ে ৯টায়। ইস্ট-ওয়েস্ট শাখায় ফুলবাগান এবং সেক্টর ফাইভ থেকে শেষ মেট্রো ছাড়বে সন্ধ্যে সাড়ে ৭টায়। হোলির দিন অর্থাৎ ১৯শে মার্চ শেষ মেট্রোর সময় একই থাকবে। ওই দিন সকালে নিয়মমাফিক অন্যান্য দিনের মতন সাতটা থেকেই শুরু হবে মেট্রো চলাচল।