ODI Cricket World Cup 2023 | ইডেনে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচের জন্য কলকাতা মেট্রোর বিশেষ পরিষেবা! নয়া রেকর্ড গড়লেন রোহিত!

Monday, October 30 2023, 12:32 pm
highlightKey Highlights

মঙ্গলবার ইডেনে পাকিস্তান বনাম বাংলাদেশ ম্যাচের জন্য বিশেষ পরিষেবা কলকাতা মেট্রোর। ওডিআই ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ এ ছয়টি ম্যাচ খেলে এবং সবকটিতে জয় লাভ করে বিশ্বকাপের পয়েন্ট টেবিলের প্রথমে ভারত।


৫ই অক্টোবর ভারতের মাটিতে শুভ সূচনা হয়েছে ক্রিকেট মহারণ ওডিআই ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ (ODI Cricket World Cup 2023)। ইতিমধ্যেই ৬টি ম্যাচ খেলেছে 'মেন্ ইন ব্লু' অর্থাৎ ইন্ডিয়ান ক্রিকেট টিম। দেশের মোট ১০টি শহরের বিখ্যাত স্টেডিয়ামে আয়োজিত হচ্ছে বিশ্বকাপের ম্যাচ। আর এই শহরগুলির মধ্যে অবশ্যই রয়েছে কলকাতা (Kolkata)। লক্ষ্মী পুজোর পুণ্যলগ্নে, ক্রিকেটের স্বর্গোদ্যান ইডেন গার্ডেন্সে (Eden Gardens) আয়োজিত হয়েছিল বাংলাদেশ বনাম নেদারল্যান্ডের ম্যাচ। এবার আগামীকালও ইডেনে মুখোমুখি হবে পাকিস্তান বনাম বাংলাদেশ (Pakistan vs Bangladesh)।

ইডেনে পাকিস্তান বনাম বাংলাদেশ ম্যাচের জন্য বিশেষ পরিষেবা দেবে কলকাতা মেট্রো 
ইডেনে পাকিস্তান বনাম বাংলাদেশ ম্যাচের জন্য বিশেষ পরিষেবা দেবে কলকাতা মেট্রো 

আগামীকাল অর্থাৎ ৩১সে অক্টোবর, মঙ্গলবার ফের ইডেনে কাপযুদ্ধের ম্যাচ। ক্রিকেটের নন্দন কাননে মুখোমুখি হবে পাকিস্তান বনাম বাংলাদেশ (Pakistan vs Bangladesh)। বাংলাদেশ ও পাকিস্তান, দুই দলই বিশ্বকাপ থেকে কার্যত ছিটকে গেলেও এই ম্যাচ ঘিরে এখনও উত্তেজিত জনতা। কেবল কলকাতাবাসীই নয়, এই ম্যাচ দেখতে বাংলাদেশ থেকেও আসতে চলেছেন বহু দর্শক। আর এই ক্রিকেট প্রেমী দর্শকদের কথা ভেবেই অতিরিক্ত পরিষেবা দেওয়ার কথা জানালো কলকাতা মেট্রো (Kolkata Metro)। ইডেনে বাংলাদেশ-পাকিস্তানের ম্যাচ প্রসঙ্গে কলকাতা মেট্রোর সিপিআরও কৌশিক মিত্র জানিয়েছেন, দর্শকদের জন্য দু'টি বিশেষ মেট্রোর ব্যবস্থা করা হয়েছে। যার মধ্যে একটি মেট্রো এসপ্ল্যানেড থেকে দক্ষিণেশ্বর যাবে, অন্যটি যাবে এসপ্ল্যানেড থেকে কবি সুভাষ। রাত ১০টা ৪৫ মিনিটে দু'টি মেট্রো এসপ্ল্যানেড থেকে ছাড়বে। দক্ষিণেশ্বর ও কবি সুভাষে পৌঁছবে রাত ১১টা ১৮ মিনিটে। মেট্রো প্রতি স্টেশনেই ট্রেন থামবে বলে কলকাতা মেট্রো (Kolkata Metro) সূত্রে খবর।

প্রসঙ্গত, ওডিআই ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ (ODI Cricket World Cup 2023) এ  দুর্দান্ত পারফর্ম করছে বিশ্বকাপ ২০২৩ টিম ইন্ডিয়া (World Cup 2023 Team India)। একের পর এক ম্যাচ খেলে তাতে জয় লাভ করে বিশ্বকাপের পয়েন্ট টেবিল (World Cup Points Table)এ প্রথম স্থানেই রয়েছে ভারত। উল্লেখ্য, গতকাল, রবিবারই ইংল্যান্ডের (England) বিরুদ্ধে বিশাল ব্যবধানে জয় লাভ করে দেশ। উত্তরপ্রদেশের রাজধানী লখনউয়ে আয়োজিত হয়েছিল এই ম্যাচ। ইংল্যান্ডের সামনে ভারতীয় ক্রিকেট দল প্রথমে ব্যাট করতে নেমে জয়ের জন্য ২৩০ রানের টার্গেট দিয়েছিল। এই রান তাড়া করতে নেমে ১২৯ রানেই অলআউট হয়ে যায় ইংল্যান্ড।

ওডিআই ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ এ ইংল্যান্ডকে বিরাট ব্যবধানে হারালো বিশ্বকাপ ২০২৩ টিম ইন্ডিয়া
ওডিআই ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ এ ইংল্যান্ডকে বিরাট ব্যবধানে হারালো বিশ্বকাপ ২০২৩ টিম ইন্ডিয়া

এই ম্যাচে শুরুর দিকে বিশ্বকাপ ২০২৩ টিম ইন্ডিয়া (World Cup 2023 Team India)র ব্যাটিং খুব ভালো হয়নি। কিন্তু, রোহিত শর্মার (Rohit Sharma) দাপুটে ব্যাটিং ভারতীয় ক্রিকেট সমর্থকদের চিন্তামুক্ত করে। এই ম্যাচে অধিনায়ক রোহিত শর্মা এবং সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) গুরুত্বপূর্ণ দুটো ইনিংস খেলেছেন। শুরুর দিকে যখন একের পর এক উইকেট হারাচ্ছিল টিম ইন্ডিয়া, সেইসময় একটা দিক ধরে রেখেছিলেন রোহিত শর্মা। তিনি ১০১ বলে ৮৭ রান করেন। অন্যদিকে, সূর্যকুমার যাদব এই ম্যাচে ৪৯ রান করেন।

প্রসঙ্গত, ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে আন্তর্জাতিক ক্রিকেটের সব ফর্ম্যাট মিলিয়ে ১৮ হাজার রানের রেকর্ড গড়লেন রোহিত শর্মা। এর আগে এই নজির গড়েছিলেন কিংবদন্তি ক্রিকেট খেলোয়াড় সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar), সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly), রাহুল দ্রাবিড় (Rahul Dravid) ও বিরাট কোহলি (Virat Kohli)। এবার পঞ্চম ভারতীয় হিসেবে ১৮ হাজার আন্তর্জাতিক রানের মাইলস্টোন ছুঁলেন হিটম্যান শর্মা। এই বছর শুভমান গিলও (Shubman Gill) ওডিআইতে হাজারের বেশি রান করেছেন।

ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআই ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ ম্যাচে রেকর্ড গড়লেন রোহিত শর্মা 
ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআই ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ ম্যাচে রেকর্ড গড়লেন রোহিত শর্মা 

 উল্লেখ্য, ৬টি ম্যাচ খেলে এবং সবকটিতে জয় লাভ করে ১২ পয়েন্ট নিয়ে বিশ্বকাপের পয়েন্ট টেবিল (World Cup Points Table)এ প্রথম স্থানে রয়েছে ভারত। এরপর ১০ পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে রয়েছে দক্ষিণ আফ্রিকা। তৃতীয় এবং চতুর্থ স্থানে ৮ পয়েন্ট নিয়ে রয়েছে নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়া। ৪ পয়েন্ট নিয়ে পঞ্চম-ষষ্ঠ-সপ্তম এবং অষ্টমস্থানে যথাক্রমে রয়েছে শ্রীলঙ্কা, পাকিস্তান, আফগানিস্তান এবং নেদারল্যান্ড। নবম ও দশম স্থানে ২ পয়েন্ট নিয়ে রয়েছে বাংলাদেশ এবং ইংল্যান্ড।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File