Kolkata Metro | পঞ্চমীর সন্ধ্যায় রেকর্ড ভিড় মেট্রোয়! ব্লু লাইনে উঠলো কজন?

Sunday, September 28 2025, 2:14 pm
highlightKey Highlights

প্রায় ১০ লক্ষের কাছাকাছি মানুষ শনিবার মেট্রোয় চড়েছেন। মেট্রোর ইতিহাসে রেকর্ড ভিড় হয়েছে এ দিন।


প্রায় ১০ লক্ষের কাছাকাছি মানুষ শনিবার মেট্রোয় চড়েছেন। মেট্রো কতৃপক্ষ জানিয়েছেন, মহা পঞ্চমীতে প্রায় ৯.৮২ লক্ষ যাত্রী মেট্রোয় যাতায়াত করেছেন। পঞ্চমীতে ব্লু লাইনে অর্থাৎ দক্ষিণেশ্বর-শহিদ ক্ষুদিরাম রুটে ৭.৪৩ লক্ষের বেশি যাত্রী যাতায়াত করেছেন, গ্রিন লাইনে সেই সংখ্যাটা ২.২১ লক্ষের বেশি। গত বছর ষষ্ঠীতে ৯.৬১ লক্ষ যাত্রী যাতায়াত করেছিলেন, পঞ্চমীতে মেট্রোয় চড়েছিলেন ৯.৪৫ লক্ষ যাত্রী। মেট্রোর ইতিহাসে রেকর্ড ভিড় হয়েছে এবারের পঞ্চমীতে। পুজোর বাকি দিনগুলিতেও উপচে পড়া ভিড়ের আশঙ্কা করছে কতৃর্পক্ষ।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File