অভিষেক বন্দ্যোপাধ্যায় কে সঙ্গে নিয়ে তিনদিনের মেঘালয়ে সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

Sunday, December 11 2022, 1:54 pm
highlightKey Highlights

নতুন বছরের শুরুতেই মেঘালয়ে হতে চলেছে বিধানসভা নির্বাচন। তার আগেই স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাজির হচ্ছেন মেঘালয়ে শাসকদলকে চ্যালেঞ্জ জানাতে।


কর্মী সভাতে তৃণমূল সুপ্রিমো এবং অভিষেকের সঙ্গে উপস্থিত থাকবেন মানস ভুঁইয়া। এমনকী থাকবেন মুকুল সাংমাও। এখন মেঘালয়ে তৃণমূল কংগ্রেসের সংগঠন বেশ শক্ত হয়েছে। মুকুল সাংমার দলবদলে এই রাজ্যের বিধানসভাতে এখন প্রধান বিরোধী তৃণমূল কংগ্রেস। সেখানে দাঁড়িয়ে আগামী বিধানসভাতে সরাসরি শাসকদলকে চ্যালেঞ্জ জানাবে তৃণমূল।

ঠিক কী কর্মসূচি থাকছে মুখ্যমন্ত্রীর?‌ তিনদিনের সফরে মেঘালয় যাচ্ছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়

বছর ঘুরলেই মেঘালয়ে বিধানসভা নির্বাচন। আর এই নির্বাচনকেই পাখির চোখ করছে তৃণমূল কংগ্রেস। সম্প্রতি সংগঠনকে মজবুত করতে উত্তর–পূর্বের রাজ্যে এসেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার সেই মেঘালয়েই পা রাখছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামীকাল, সোমবার এখানে আসার জন্য রওনা দেবেন বাংলার মুখ্যমন্ত্রী। তাঁর এই সফরে সঙ্গী হচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Trending Updates

আগামী ১২ই ডিসেম্বর মেঘালয়ের উদ্দেশ্যে উড়ে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেদিন শিলংয়েই থাকবেন তিনি। আর ১৩ই ডিসেম্বর সেখানে কর্মিসভা করার কথা রয়েছে বাংলার মুখ্যমন্ত্রীর। মেঘালয়ের সমস্ত নেতা–কর্মীদের বার্তা দেবেন। শিলংয়ের স্টেট জেনারেল লাইব্রেরিতে এই সভা হওয়ার কথা আছে। এখন মেঘালয়ে তৃণমূল কংগ্রেসই প্রধান বিরোধী দল। তাই সভা বেশ জমজমাট করার নির্দেশ দেওয়া হয়েছে।বিধানসভা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রীর এই সফর বেশ তাৎপর্যপূর্ণ হতে পারে।

মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক নির্বাচনের আগে মেঘালয়ের নেতা–কর্মীদের কি বার্তা দেন সেদিকে লক্ষ্য রাখছে গোটা দেশ। কাদের সঙ্গে বৈঠকের কথা মুখ্যমন্ত্রীর?‌ এই কর্মিসভাতে তৃণমূল সুপ্রিমো এবং অভিষেকের সঙ্গেই থাকবেন মানস ভুঁইয়া। এমনকী থাকবেন মুকুল সাংমাও। এখন মেঘালয়ে তৃণমূল কংগ্রেসের সংগঠন বেশ শক্ত হয়েছে। মুকুল সাংমার দলবদলে এই রাজ্যের বিধানসভাতে এখন প্রধান বিরোধী তৃণমূল কংগ্রেস। সেখানে দাঁড়িয়ে আগামী বিধানসভাতে সরাসরি শাসকদলকে চ্যালেঞ্জ জানাবে তৃণমূল কংগ্রেস। অভিষেক বলেছিলেন, এখানের ভূমিপুত্রই শাসন করবে মেঘালয়। তাই তৃণমূল সুপ্রিমোর এই সফর খুবই গুরুত্বপূর্ণ।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File