বড়সড় ধাক্কা কলকাতা হাইকোর্টে, সিবিআই আদালতের রায় খারিজ করে দিলেন হাইকোর্টের বিচারপতি
সম্পত্তি বহির্ভূত আয়ের অভিযোগে সিবিআই ৩৬ লাখ ৪২ হাজার টাকা বাজেয়াপ্ত করে কাস্টমস আধিকারিকের বাড়ি থেকে।
সিবিআই আদালতের রায় খারিজ করে দিলেন হাইকোর্টের বিচারপতি বিবেক চৌধুরী। দুর্নীতি দমন আইনে সিবিআই তদন্ত করে এবং তদন্ত শেষে আলিপুর সিবিআই তদন্তের বিচারে ২০১৮ সালের মার্চ মাসে দোষী সাব্যস্ত হন প্রাক্তন হকি খেলোয়াড় তথা কাস্টম আধিকারিক। দোষী সাব্যস্ত হন কাস্টম আধিকারিকের স্ত্রীও।
সম্পত্তি বহির্ভূত আয়ের অভিযোগে সিবিআই ৩৬ লাখ ৪২ হাজার টাকা বাজেয়াপ্ত করে কাস্টমস আধিকারিকের বাড়ি থেকে। বালিগঞ্জের কাস্টমস আধিকারিকের বাড়ির ওই টাকা ঘুষ হিসাবে বেআইনি টাকা সংগ্রহ করে বলে অভিযোগ ছিল সিবিআইয়ের। ২০১৩ সালে নেপালে রাসায়নিক সার সরবরাহের সময় উৎকোচ হিসাবে ওই টাকা কাস্টমস অফিসার নিয়েছেন বলে সিবিআইয়ের অভিযোগ ছিল।
রাজ্য জুড়ে সিবিআই তদন্তের বাড়বাড়ন্ত বগটুই, ভোট পরবর্তী হিংসা, হাঁসখালি, এসএসসি, প্রাইমারি-সহ একাধিক মামলায় সিবিআইয়ের কাছে প্রত্যাশার পাহাড় রাজ্যবাসীর। শুল্ক আধিকারিক এবং তাঁর স্ত্রীর মামলায় সিবিআইয়ের এই ব্যর্থতা অনেক জল্পনাই উস্কে দিচ্ছে।
- Related topics -
- ক্রাইম
- সিবিআই
- কলকাতা হাইকোর্ট
- রাজ্য