দেশ

ভারতীয় মুদ্রায় এবার থেকে কী দেখা যাবে নেতাজির ছবি! জানুন কলকাতা হাইকোর্টের সিদ্ধান্ত

ভারতীয় মুদ্রায় এবার থেকে কী দেখা যাবে নেতাজির ছবি! জানুন কলকাতা হাইকোর্টের সিদ্ধান্ত
Key Highlights

ভারতীয় মুদ্রায় গান্ধীজীর পাশাপাশি নেতাজি সুভাষচন্দ্র বসুর ছবিও ছাপানো উচিত, এমনই আবেদন নিয়ে কলকাতা হাইকোর্টের দারস্থ হয়েছিলেন এক স্বাধীনতা সংগ্রামী। এবার সেই আবেদনের জবাব দিল কলকাতা হাইকোর্ট

সম্প্রতি এক স্বাধীনতা সংগ্রামী কলকাতা হাইকোর্টে আবেদন করেন যে গান্ধীজীর পাশাপাশি ভারতীয় টাকায় নেতাজি সুভাষচন্দ্র বসুর ছবি থাকা উচিত। এই সংক্রান্তে জনস্বার্থ মামলা দায়ে করা হয় তবে সম্প্রতি ৯৪ বছর বয়সি এই স্বাধীনতা সংগ্রামীর মামলা খারিজ করে দেয় কলকাতা হাইকোর্ট।

ভারত সরকার নেতাজির বলিদানের যোগ্য সম্মান ও পরিচিতি না দেওয়ার দাবিতে হাইকোর্টে দারস্থ ৯৪ বছরের স্বাধীনতা সংগ্রামী হরেন বিশ্বাস

নেতাজি সুভাষচন্দ্র বসু সংক্রান্ত মামলায় মাদ্রাস হাইকোর্টের একটি রায়ের ভিত্তিতে এদিন রায় দেয় কলকাতা হাইকোর্ট। জানা যাচ্ছে সেই সময় মাদ্রাস হাইকোর্টের এন কিরুবাকারান ও এম. দুরাইস্বামীর ডিভিশন বেঞ্চ জানিয়েছিল, “দেশের স্বাধীনতার জন্য নেতাজি সুভাষচন্দ্র বসু ও অন্যান্য স্বাধীনতা সংগ্রামীদের আত্ম বলিদান এবং লড়াইকে ছোটো করছে না কোর্ট। দেশের অনেক সংগ্রামী ও দেশনায়ক রয়েছেন। যদি সবাই একই দাবি করতে শুরু করেন তাহলে এর কোনও শেষ থাকবে না।” মাদ্রাস কোর্টের এই রায় ধরেই এদিন কলকাতা হাইকোর্ট ভারতীয় টাকায় মহাত্মা গান্ধীর পাশাপাশি নেতাজি সুভাষচন্দ্রের ছবি ছাপানোর আবেদন কে খারিজ করেছে।

হাইকোর্টের তরফ থেকে আরও জানানো হয় যে, ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের তৈরি একটি কমিটি ইতিমধ্যেই এই বিষয়টি খতিয়ে দেখেছে। তারা জানিয়েছে যে, এই দাবি মেনে নেওয়া যায় না। তারা ভারতীয় টাকা ও মুদ্রায় কেবলমাত্র মহাত্মা গান্ধীর ছবি ছাপানোর পক্ষেই মতামত দেন। তাই এই কমিটির সিদ্ধান্তকেও মান্যতা দিয়ে কলকাতা হাইকোর্ট এই আবেদন খারিজ করেন।


Arshad Nadeem | পিএসবির বিরোধিতা, জ্যাভলিন তারকা আরশাদের কোচকে আজীবন নির্বাসন পাকিস্তান স্পোর্টস বোর্ডের!
Artificial Intelligence | এবার ক্লাস 'থ্রি' থেকেই দেওয়া হবে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI-র) পাঠ, উদ্যোগী শিক্ষামন্ত্রক
Special Train | সামনেই কালীপুজো-দিওয়ালি-ছটপুজো, বাড়তি ট্রেন ছাড়বে হাওড়া-শিয়ালদহ থেকে, ঘোষণা পূর্ব রেলের
Durgapur Gang Rape | দুর্গাপুরে ডাক্তারি পড়ুয়া গণধর্ষণকাণ্ডে পুলিশের জালে ৩, পলাতক ২
NH10 | শিলিগুড়ি থেকে গ্যাংটকের রাস্তায় ধস মেরামতির উদ্যোগ, টানা ৪ দিন বন্ধ থাকবে NH-10!
Toto | বাস, অটো, ট‌্যাক্সির মতো টোটো-তেও বসাতে হবে নম্বরপ্লেট! রেজিস্ট্রেশনের ডেডলাইন বেঁধে দিল সরকার
Shakti Peeth | কোথায় কোথায় রয়েছে ৫১টি সতীপীঠ? কোথায় পড়েছিল দেবীর কোন অঙ্গ? জানুন সতীপীঠ সম্পর্কে বিস্তারিত!