Operation Sindoor | 'অপারেশন সিঁদুর'-এর 'মুখ' কর্নেল সোফিয়া কুরেশি-উইং কমান্ডার ভূমিকা সিংকে চেনেন? জানুন পরিচয়!

মঙ্গলবার রাত ১টা নাগাদ পাক ভূমি ও POKর ৯ জঙ্গি ঘাঁটিকে সার্জিকাল স্ট্রাইক (surgical strike) 'অপারেশন সিঁদুরের (operation sindoor) মাধ্যমে উড়িয়ে দিল ভারতীয় বায়ুসেনা। ভারতের এই প্রত্যাঘাত নিয়ে বুধবার সকালে দিল্লিতে সাংবাদিক সম্মেলনে সকলকে অবহিত করেন কাশ্মীরি পণ্ডিত বিদেশ সচিব বিক্রম মিশ্রি, ভারতীয় সেনার দুই মহিলা অফিসার। ঘটনার বিশদ জানালেন দুই ভারতীয় মহিলা সামরিক অফিসার কর্নেল সোফিয়া কুরেশি (Sophia Qureshi), উইং কমান্ডার ভূমিকা সিং (Vyomika Singh)। জানেন কে তাঁরা?
২২সে এপ্রিলে শোক নেমে এসেছিলো গোটা ভারতে! ওই দিন অভিশপ্ত দুপুরে কাশ্মীরের পহেলগাঁওতে চলেছিল জঙ্গিদের নির্বিচারে গুলি। নৃশংস ওই জঙ্গি হামলায় প্রাণ হারান নিরীহ ২৬ পুরুষ। 'বেছে বেছে' মারা হয়েছিল হিন্দুদের! সেদিনের ঘটনায় কেড়েছিল বহু নববিবাহিতার 'সিঁদুর'। তবে চুপ থাকেনি ভারত সরকার, সেনা। ১৫ দিন পরে 'সিঁদুরে'র বদলা 'সিঁদুর' দিয়ে! মঙ্গলবার রাত ১টা নাগাদ পাক ভূমি ও POKর ৯ জঙ্গি ঘাঁটিকে সার্জিকাল স্ট্রাইক (surgical strike) 'অপারেশন সিঁদুরের (operation sindoor) মাধ্যমে উড়িয়ে দিল ভারতীয় বায়ুসেনা। ভারতের এই প্রত্যাঘাত নিয়ে বুধবার সকালে দিল্লিতে সাংবাদিক সম্মেলনে সকলকে অবহিত করেন ভারতীয় সেনার দুই মহিলা অফিসার। ঘটনার বিশদ জানালেন দুই ভারতীয় মহিলা সামরিক অফিসার কর্নেল সোফিয়া কুরেশি (Sophia Qureshi), উইং কমান্ডার ভূমিকা সিং (Vyomika Singh)। কিন্তু জানেন কে তাঁরা?
সামরিক অফিসার কর্নেল সোফিয়া কুরেশি (Sophia Qureshi) :
৩৫ বছর বয়সী ভারতীয় সেনার কর্নেল সোফিয়া কুরেশি ভারতীয় সেনার ‘কর্পস অফ সিগন্যালস’এ কর্মরত। কর্নেল সোফিয়া কঙ্গোতে ২০০৬ সালে রাষ্ট্রসংঘের শান্তিরক্ষা মিশনে মিলিটারি অবজারভার হিসেবে কাজ করেন এবং ২০১০ সাল থেকে এই ক্ষেত্রে নিরন্তর কাজ করছেন। এরপর ২০১৬ সালের মার্চে লেফ্টন্যান্ট কর্নেল কুরেশি ভারতের প্রথম মহিলা অফিসার হিসাবে ‘মাল্টিন্যাশনাল মিলিটারি এক্সারসাইজে’ সেনাবাহিনীর দলকে নেতৃত্ব দেন। সেই মহড়া,' এক্সারসাইজ ফোর্স ১৮'এখনও পর্যন্ত ভারত কর্তৃক আয়োজিত বৃহত্তম বিদেশী সামরিক মহড়া হিসেবে রয়ে গেছে। সেই মহড়ায় ১৮ টি দেশ শামিল ছিল। শামিল ছিল জাপান, চিন, রাশিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া, নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়া। বলা বাহুল্য, কর্নেল কুরেশি দেশের সেনা পরিবারের সন্তান। তাঁর দাদু ছিলেন ভারতীয় সেনার সদস্য। তাঁর স্বামীও মার্চেন্টাইসড ইনফ্যান্ট্রির সদস্য। সূত্রের খবর, ভারতীয় সেনায় কর্নেল কুরেশি এক তাবড় দায়িত্বে থাকলেও, আদতে তিনি ভীষণই সাদামাটা মানুষ।

উইং কমান্ডার ব্যোমিকা সিং (Vyomika Singh) :
‘ব্যোমিকা’ শব্দের অর্থ আকাশ, নামের মতো উইং কমান্ডার সিং ভারতের বায়ুসেনার দাপুটে কমান্ডার। স্কুলের পড়াশুনার সময়েই ব্যোমিকা ন্যাশনাল ক্যাডেট কোরে (এনসিসি) যোগ দেন। পরবর্তীতে তিনি ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশুনা করেন। তাঁর পরিবারে তিনিই প্রথম ব্যক্তি যিনি সশস্ত্র বাহিনীতে যোগ দিয়েছেন। ভারতীয় বায়ুসেনায় তিনি হেলিকপ্টার পাইলট হিসাবে স্থায়ীভাবে কমিশনড হন ২০১৯ সালের ১৮ ডিসেম্বর। ২৫০০ ঘণ্টার তাঁর উড়ানের অভিজ্ঞতা সহ তিনি চেতক চিতাহর মতো কপ্টার অপারেট করে থাকেন। ২০২০ সালে অরুণাচল প্রদেশের এক তাবড় উদ্ধার কাজেও যুক্ত ছিলেন তিনি।

'অপারেশন সিঁদুর' (operation sindoor) এর পর বুধবারের সাংবাদিক বৈঠকে বিদেশ সচিব বিক্রম মিশ্রিও ছিলেন। বিক্রম কাশ্মীরি পণ্ডিত। তাঁর কেরিয়ারে দীর্ঘ সময় তৎকালীন বিদেশ মন্ত্রী প্রণব মুখোপাধ্যায়ের ব্যক্তিগত সচিব ছিলেন। পরে মনমোহন সিংয়ের ব্যক্তিগত সচিব হয়েছিলেন। বিদেশ সচিব পদে উন্নীত হওয়ার আগে চিনে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূতও ছিলেন। কাশ্মীরের পহেলগাঁও হামলার প্রত্যাঘাতে নিয়ে এক কাশ্মীরি পন্ডিত, দুই ভারতীয় মহিলা অফিসার সোফিয়া কুরেশি ও ব্যোমিকা সিংয়ের উপস্থিতি নিঃসন্দেহে ঐতিহাসিক। এই প্রেস কনফারেন্স কার্যত পাকিস্তানের কাছে ‘অপরেশন সিঁদুর’(operation sindoor) সহ আরও এক প্রতীকী বার্তা!
- Related topics -
- দেশ
- ভারত
- অপারেশন সিঁদুর
- ভারতীয় সেনা
- সেনাবাহিনী
- ভারতীয় বায়ুসেনা
- ভারতীয় সেনা
- সেনাকর্মী
- যুদ্ধ
- প্রতিরক্ষা
- প্রতিরক্ষা বাহিনী