Offbeat places near Darjeeling । শীতের আমেজে নিরিবিলিতে পাহাড়ের মজা নিন উত্তরের 'অরেঞ্জ ভিলেজে'! কম দিনে ঘুরে আসুন সিটং-এ!

Friday, December 8 2023, 1:19 pm
highlightKey Highlights

দার্জিলিং এর কাছাকাছি অফবিট জায়গার মধ্যে বেশ খ্যাতনামা সিটং। মূলত এই পাহাড়ি গ্রাম বিখ্যাত কমলালেবুর জন্য। তবে দার্জিলিং অফবিট জায়গা সিটং-এ রয়েছে একাধিক সুন্দর ঘোরার জায়গাও।


অন্যান্য ঋতুতে পাহাড়ের যেমন আমেজ, পরিবেশ, রূপ শীতকালে তা একেবারেই অন্যরকম। শীতকালে পাহাড় যেন হয়ে ওঠে স্বর্গের মতো। আর বাঙালির কাছে পাহাড় মানেই 'রানী' দার্জিলিং। নভেম্বর মাসে মনোরম আবহাওয়া উত্তরে। পুজো কাটতেই নীল আকাশের মাঝে রোজই দেখা দিচ্ছেন 'স্লিপিং বুদ্ধ' অর্থাৎ কাঞ্চনজঙ্ঘা (Kanchenjunga)। বলা হয় দার্জিলিং থেকে কাঞ্চনজঙ্ঘার সোনালি সান রাইজ দেখতে পাওয়া নাকি ভাগ্যের ব্যাপার। তবে শীতের মরশুমে তা সাধারণ। ফলে সময়ের সঙ্গে সঙ্গে ক্রমশ শীতের মরশুমে বেড়ে চলেছে দার্জিলিংয়ে পর্যটকদের ভিড়। যারা শিখরে ভিড় এড়াতে নিরিবিলিতে পাহাড়ের আমেজ উপভোগ  করতে চান তারা বিশেষত শীতে বেছে নেন দার্জিলিং এর কাছাকাছি অফবিট জায়গা (Offbeat places near Darjeeling)। আবার যাদের কাছে দার্জিলিং এক ঘেয়ে হয়ে গেছে, চান পাহাড়ের অন্যরূপ উপভোগ করতে, যারা ভ্রমণপ্রেমী তাদেরও ফার্স্ট চয়েজ দার্জিলিং অফবিট জায়গা (Darjeeling Offbeat Places)। এই তালিকারই অন্যতম জায়গা সিটং (Sitong)|

দার্জিলিং এর কাছাকাছি অফবিট জায়গার মধ্যে বেশ খ্যাতনামা সিটং
দার্জিলিং এর কাছাকাছি অফবিট জায়গার মধ্যে বেশ খ্যাতনামা সিটং

ভ্রমণপিপাসুদের কাছে বেশ জনপ্রিয় কার্শিয়াংয়ের সিটং। ছবির মতো সাজানো গ্রাম দার্জিলিং এর কাছাকাছি অফবিট জায়গা (Offbeat places near Darjeeling) হিসেবে বেশ খ্যাতনামা। এক কিংবা দু' রাত শান্ত পরিবেশে কাটানোর একেবারে আদর্শ জায়গা এটি। বছরের অন্যান্য সময়ের মধ্যে মূলত, কমলালেবুর টানেই পর্যটকেরা ভিড় করে উত্তরবঙ্গের এই পাহাড়ি গ্রামে। মিরিকের পরই সিটংয়ে সবচেয়ে বেশি কমলালেবু পাওয়া যায়। অনেকেই সিটংকে অরেঞ্জ ভিলেজ (Orange Village) নামেও ডেকে থাকেন। দার্জিলিংয়ের বাজারে যে কমলালেবু পাওয়া যায়, তার অর্ধেক এই সিটংয়েই তৈরি হয়। দেখতে ছোট হলেও কিন্তু সিটংয়ে কমলালেবু বেশ সুস্বাদু। ৪,০০০ ফুট উচ্চতায় অবস্থিত সিটং যেন এক ছড়ানো উপত্যকা। চারপাশে শুধু পাহাড় আর নীল খোলা আকাশ। দার্জিলিং জেলার কার্শিয়াং (Kurseong) মহাকুমার অন্তর্গত পাহাড়ি গ্রাম সিটং। ছোট্ট একটা জনপদ। দার্জিলিং অফবিট জায়গা (Darjeeling Offbeat Places) সিটং বেশ শান্ত এবং নিরিবিলি। এই গ্রামে বাড়ির সংখ্যাও কম। মূলত লেপচাদেরই বাস এখানে। দূর-দূর পর্যন্ত যতটুকু চোখ যায় শুধুই পাহাড়। ধাপে ধাপে ঘরবাড়ি যেন দেশলাই বাক্সের মতো সাজিয়ে রাখা।

পাহাড়ি গ্রাম সিটং কমলালেবুর জন্য বিখ্যাত বলে এই গ্রামকে বলে 'অরেঞ্জ ভিলেজ'
পাহাড়ি গ্রাম সিটং কমলালেবুর জন্য বিখ্যাত বলে এই গ্রামকে বলে 'অরেঞ্জ ভিলেজ'

সিটংয়ে কী কী দেখতে পাবেন? । What to see in Sitong?

সেবক রোডের জঙ্গল, মহানন্দা রেঞ্জ ছাড়িয়ে, তিস্তার পার ধরে সোজা সোজা পথ। ডানদিকে করোনেশন ব্রিজকে রেখে উপরের রাস্তা ধরে রাম্বি বাজার। দার্জিলিং জেলার কার্শিয়াং মহাকুমার অন্তর্গত ছোট্ট একটা জনপদ সিটং। সিটং-এর আসল বৈশিষ্ট্য হল কমলালেবু। দার্জিলিংয়ের বিখ্যাত কমলালেবুর সিংহভাগই উৎপন্ন হয় এই সিটং গ্রামে। যেদিকেই চোখ যাবে দেখবেন গাছে ঝুলছে পাকা কমলালেবু। তবে বাগানির থেকে না পরামর্শ নিয়ে কমলালেবুতে না হাত দেওয়াই ভালো। এছাড়া এখানে দেখতে পাবেন পাহাড়ি রাস্তার ঢাল বেয়ে মেঘ-কুয়াশার খেলা। চারদিকে একাধিক পাহাড়ের বরফে মাখা চূড়া। ভাবছেন এতো দূর যাবেন কেবল কমলা লেবু দেখতে? সিটংয়ে রয়েছে একাধিক ঘোরার জায়গা। আপার সিটং-এ আছে বাঁশ আর মাটি দিয়ে তৈরি একটি শতাব্দী প্রাচীন গুম্ফা। গ্রামে রয়েছে একটি অতি প্রাচীন গির্জাও। দুটোই দেখে নিতে পারবেন পায়ে হেঁটেই। কাছেই রয়েছে অহলদারা। পাশের গ্রামও বলতে পারেন। এই ছোট্ট গ্রামে সারাবছর পর্যটকদের ভিড় লেগে থাকে এখানকার নৈসর্গিক দৃশ্যের কারণে। গ্রামের প্রতিটা বাড়িতে লক্ষ্য করা যায় বাহারি ফুল। আর প্রতিটা বাড়ির লাগোইয়া জমিতে ফলে রয়েছে আনাজ। মহানন্দা স্যাঞ্চুয়ারির গায়েই অবস্থিত হওয়ায় এখানে পাহাড়ি ফুল, ফলের দেখা মেলে। আর হিমালয়ের পাখিদের আনাগোনাও লেগে থাকে।

এখান থেকে আর ৩০ মিনিট গেলেই মংপু (Mangpu)। এই মংপু থেকে ঘণ্টাখানেকের রাস্তা সিটং। ফলে ঘুরে নিতে পারেন মংপুও। বেশিরভাগ বাঙালি পড়েছেন মৈত্রেয়ী দেবীর লেখা 'মংপুতে রবীন্দ্রনাথ'। তাই বিশেষ করে কিছু বলে দেওয়ার দরকার পড়ে না। ঘুরে নিতে পারেন লাটপাঞ্চার, নামথিং পোখরি লেক, যোগীঘাট ব্রিজ। সিটংয়ের মধ্য দিয়ে বয়ে গিয়েছে রিয়াং নদী। বড় বড় পাথরের বোল্ডার আর তার মাঝ দিয়েই বয়ে চলেছে পাহাড়ি রিয়াং।  আপার সিটংয়ে রাত কাটালে চা বাগান, পাহাড়, কাঞ্চনজঙ্ঘা সব কিছু একসঙ্গে পেয়ে যাবেন। কাছেই রয়েছে অহলদাড়া, চটকপুর, লাটপাঞ্চার, মালদিরামের মতো পর্যটন কেন্দ্রগুলো। কার্শিয়াংয়ের এই সমগ্র রেঞ্জটিও এক থেকে দেড় দিনের মধ্যেই ঘুরে নিতে পারবেন। দুদিন এক রাতের জন্য সিটং বেশ ভালো ঘোরার জায়গা।

দার্জিলিং অফবিট জায়গা সিটং-এ কমলালেবু বাদেও রয়েছে প্রকৃতির সৌন্দর্যে ভরা একাধিক ঘোরার জায়গা 
দার্জিলিং অফবিট জায়গা সিটং-এ কমলালেবু বাদেও রয়েছে প্রকৃতির সৌন্দর্যে ভরা একাধিক ঘোরার জায়গা 

সিটংয়ে কীভাবে যাবেন ? । How to go to Sitong?

সিটং আসতে হলে এনজেপি থেকে আসা যায়। এনজিপি থেকে সিটং এর দূরত্ব ৫৫ কিলোমিটার। আড়াই ঘণ্টা মতো সময় লাগে এই রাস্তা অতিক্রম করতে। ভাড়া পড়বে প্রায় ২৫০০ থেকে ৩০০০ টাকা। নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে কালিঝোরা হয়ে ঘালেটার এবং বিরিকদারা প্রায় ৫৯ কিলোমিটার দূরে। কালিঝোরা এবং বিরিকদারা উভয় দিক থেকে একটি সোজা রুট নিচের দিকে গিয়ে মানা ক্রসিংয়ে ছেদ করেছে, সেখান থেকে ডানদিকে  মিটার উতরাই ঘালেটার প্রধান রাস্তা অর্থাৎ গন্তব্য সিটং। কাছেই রয়েছে কার্শিয়াং। এখান থেকে দূরত্ব ২৩ কিলোমিটার।  দার্জিলিং থেকেও সিটং যেতে পারেন। দার্জিলিং থেকে দূরত্ব ৫৩ কিমি মতো। সময় লাগে ওই আড়াই ঘণ্টা মতোই।

কার্শিয়াং-দার্জিলিং দুই জায়গা থেকেই যাওয়া যায় সিটং
কার্শিয়াং-দার্জিলিং দুই জায়গা থেকেই যাওয়া যায় সিটং

সিটংয়ে কখন যাবেন? । When to go to Sitong?

সিটং-এর মূল আকর্ষণ হলো কমলালেবু। ফলে  যদি কমলালেবুই দেখতে চান, তাহলে এই শীতই সিটং যাওয়ার সেরা সময়। নভেম্বর, ডিসেম্বর ও জানুয়ারি-এই তিন মাসের মধ্যে যে কোনও সময় সিটং গেলেই মনে হবে, এখানে আসা সার্থক হয়েছে। গাছ পাকা কমলালেবু দেখতে গেলে জানুয়ারির মধ্যে ঘুরে নিতে হবে। সবচেয়ে ভাল হয় যদি ডিসেম্বরে সিটংয়ের যাওয়ার পরিকল্পনা করেন। শীতে কেবল কমলালেবুই নয়, দেখতে পাবেন পাহাড়ি রাস্তার ঢাল বেয়ে মেঘ-কুয়াশার খেলা।  আকাশ পরিষ্কার থাকলে এখান থেকে প্রাকৃতিক সৌন্দর্যও অপরূপ। চারদিকে একাধিক পাহাড়ের বরফে মাখা চূড়া চোখে পড়ে।

সিটংয়ের মধ্য দিয়ে বয়ে গিয়েছে রিয়াং নদী
সিটংয়ের মধ্য দিয়ে বয়ে গিয়েছে রিয়াং নদী

 সিটং-এর সুন্দর প্রকৃতির সঙ্গে রয়েছে একাধিক সুন্দর সুন্দর সিটং হোমস্টে (Sitong Homestay)। তবে যেহেতু শীতের সময় অনেক পর্যটকই এখানে আসেন কমলালেবু দেখতে তাই এই মরশুমে থাকার জায়গার অভাব পড়তেই পারে। আগে থেকে সেক্ষেত্রে সিটং হোমস্টে (Sitong Homestay)তে  বুক করে আসাই ভালো। থাকার জন্য বেছে নিতে পারেন সিটং হোমস্টে, সিটং ভ্যালি হোমস্টে, সিটং অরেঞ্জ ভিলা অ্যান্ড নেচার ক্যাম্প, সিটং অরেঞ্জ গার্ডেন হোমস্টে, মেঘবিতান হোমস্টে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File