দেশ

নির্বাচন শুরু হয়েছে হিমাচল প্রদেশে, প্রতিশ্রুতি দিলে যথেষ্ট ব্যাখ্যা দিতে হবে বলে জানালো নির্বাচন কমিশন

নির্বাচন শুরু হয়েছে হিমাচল প্রদেশে, প্রতিশ্রুতি দিলে যথেষ্ট ব্যাখ্যা দিতে হবে বলে জানালো নির্বাচন কমিশন
Key Highlights

যদি কোনও পার্টি কিছু প্রতিশ্রুতি দেয় তাহলে কীভাবে সেটা পূরণ করা সম্ভব তাকে তা ব্যাখ্যা করতে হবে। সোশ্যাল সাইটগুলির উপর কড়া নজর রাখা হবে বলে জানালো নির্বাচন কমিশন।

শুক্রবার নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এবারের নির্বাচন করা হবে গুজরাতে। নির্বাচনের তারিখ ঘোষণা হওয়া মাত্রই নতুন নিয়ম সম্বন্ধেও ওয়াকিবহাল করে দিয়েছে ইলেকশন কমিশন। ইলেকশন কমিশনের প্রধান বলেছেন যে, পার্টির ম্যানিফিয়েস্টো নিয়ে এমন বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে যা নির্বাচনের পরের প্রতিশ্রুতির কথা বলে।

পাঁচ বছরের আগের হিমাচলে  ভোট নির্বাচনের তারিখ জেনে নেওয়া যাক

১৩ই অক্টোবর ২০১৭ সালে হিমাচল প্রদেশে নির্বাচন ঘোষণা করা হয়েছিল। গুজরাতে নির্বাচন ঘোষণা হয়েছিল ২৫ অক্টোবর। হিমাচল প্ৰদেশে নির্বাচন হয় ২০১৭ সালে ৯ নভেম্বর। গুজরাতে দুই দফায় ভোট গণনা হয়েছিল। ভোট হয়েছিল ৯ ও ১৪ই ডিসেম্বর। যদিও একইসঙ্গে ওই দুই রাজ্যের ফলাফল ঘোষণা করা হয়েছিল। এই নির্বাচনের ফলাফল বেরিয়েছিল ১৮ই ডিসেম্বর।

অবাধ এবং সুষ্ঠভাবে নির্বাচন সুসম্পন্ন করতে বদ্ধপরিকর নির্বাচন কমিশন। আর এরপরেই কেবলমাত্র হরিয়ানার জন্যেই ভোটের দিন ঘোষণা করা হয়। ঘোষণা মতো আগামী ১২ই নভেম্বর ভোট হবে ওই রাজ্যে। প্রথম দফাতেই এই ভোট হবে। তবে ভোট গণনা হবে আগামী ৮ই ডিসেম্বর। সে রাজ্যে নির্বাচন করতে সবরকমভাবে প্রস্তুত কমিশন।

কমিশনের ঘোষণা অনুযায়ী আগামী ১৭ অক্টোবর নির্বাচন সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হবে। তবে আজ শুক্রবার সে রাজ্যে নির্বাচন বিধি লাঘু হয়ে গেল। তবে এদিন মোদী- শাহের রাজ্য গুজরাটেও ভোটের দিন ঘোষণা করার কথা ছিল। কিন্ত্য তা হয়নি। তবে জানা যাচ্ছে, এই বছরের একেবারে শেষে গুজরাটে ভোট হতে পারে।

আর সেদিকে তাকিয়ে আর কয়েকদিন পরেই সে রাজ্যের ভোটের নির্ঘণ্ট কমিশন ঘোষণা করতে পারে। তবে এক দফাতে ভোট হলেও বেশ কিছু বিষয়কে মাথায় রাখার কথা বলা হয়েছে কমিশনের তরফে। বিশেষ করে পোস্টাল ব্যালোটে ভোট হবে। করোনা আক্রান্তরাও এবার ভোট দিতে পারবেন। তবে দিনের শেষে।


Kolkata | ব্রিগেডে গীতাপাঠের অনুষ্ঠানে প্যাটিস বিক্রেতাকে মারধোর! পুলিশের হাতে গ্রেপ্তার ৩
Modi–Netanyahu | আচমকাই প্রধানমন্ত্রী মোদিকে ফোন ইজরায়েল সুপ্রিমো নেতানিয়াহুর! কী কথা হলো দুই রাষ্ট্রনেতার?
IndiGo Flight Chaos | বুধেও একগুচ্ছ বিমান বাতিল ইন্ডিগোর, ক্ষমা চেয়ে CEOকে হুমকি বিমান পরিবহণ মন্ত্রীর
Kolkata Accident | কাকভোরে সাফাইকর্মীদের সজোরে ধাক্কা ফেরারির, গুরুতর আহত চালক সহ ৪
HS EXAM | চাইলেও মিলবে না লুজ শিট! চতুর্থ সেমিস্টারের পরীক্ষার আগে ঘোষণা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের
Goa Fire Accident | মধ্যরাতে দাউ দাউ করে জ্বলে উঠলো পানশালা! গোয়ায় অগ্নিদগ্ধ হয়ে মৃত ২৩
২১ টি সেরা যোগাসন এবং তাদের উপকারিতা সঙ্গে ছবি | 21 yoga poses and their benefits with photo