দীর্ঘ দিন পর জাতীয় দলে ফিরে উচ্ছ্বসিত রাহুল, ম্যাচ জিতে বললেন এই কথা

Thursday, August 18 2022, 6:09 pm
highlightKey Highlights

জিম্বাবোয়ের বিরুদ্ধে ভারতীয় দলে ফিরে এবং তাঁর নেতৃত্বে দেশ প্রথম ম্যাচ জেতায় বেশ তৃপ্ত অনুভব করছেন কে এল রাহুল।


দীর্ঘ দুই মাস মাঠের বাইরে থাকার পর দলে ফিরে খুশি রাহুল। মাঠের ফেরার জন্য এতটাই উৎসুক ছিলেন রাহুল যে তিনি জানিয়েছেন, ফিজিও-এর অধীনে চোট সারানোর পরিবর্তে ৩৬৫ দিন খেলতে তিনি রাজি। আইপিএল-এর পর আর বাইশ গজে দেখা যায়নি রাহুলকে।

সেমিফাইনালে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে হারের পর তাঁকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঘরের মাঠে হওয়া সিরিজের জন্য দলে রাখা হলেও চোটের কারণে তিনি ছিটকে যান। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-২০ দলে তাঁর ফেরার কথা থাকলেও কোভিড-১৯-এ আক্রান্ত হয়ে ছিটকে যান রহুল। জিম্বাবোয়ের জন্য ঘোষিত ভারতের দলে আগে থেকে ছিলেন না রাহুল। একেবারে শেষ মুহূর্তে তাঁকে দলে ঢোকানো হয় এবং শিখর ধাওয়ানের পরিবর্তে তাঁর হাতে তুলে দেওয়া হয় নেতৃত্বের আর্ম ব্যান্ড।

হারারে স্পোর্টস ক্লাবে আয়োজিত প্রথম এক দিনের ম্যাচে জয়ের পর কে এল রাহুল বলেছেন, "মাঠে ফিরে আমি খুশি। এর থেকে ভাল কিছু হতে পারে না। যারা প্রচুর ক্রিকেট খেলে তাঁদের জন্য চোট-আঘাত একটা অঙ্গ। খেলার থেকে দূরে থাকাটা কঠিন। প্রত্যেক দিন রিহ্যাব করা বিরক্তিকর হয়ে ওঠে। ফিজিও-এর সঙ্গে কাটানোর থেকে আমাদের কাছে ৩৬৫ দিনল খেলা অনেক বেশি গ্রহণযোগ্য।"

আগামী ২০শে আগস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচটি জিম্বাবোয়ের বিরুদ্ধে একই মাঠে খেলবে ভারত। রাহুল বলেন, "উইকেট তুলতে থাকাটা জরুরি। উইকেটে ভাল সুইং ছিল। কিন্তু দেখে ভাল লেগেছে যে ওরা সঠিক জায়গায় নিয়ম করে বল রাখতে পেরেছে। আমাদের কয়েক জনের জন্য এই মুহূর্তটা অসাধারণ কারণ অনেক দিন পর ভারতের ড্রেসিং রুমে ফিরলাম আমরা।"




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File