Kiara- Siddharth | সিদ্ধার্থ-কিয়ারার ঘর আলো করে এলো প্রথম সন্তান! ছেলে হল না মেয়ে?

অপেক্ষার অবসান! বলি তারকা দম্পতি সিদ্ধার্থ মালহোত্রা এবং কিয়ারা আদবাণীর ঘর আলো করে এলো প্রথম সন্তান!
অপেক্ষার অবসান! বলি তারকা দম্পতি সিদ্ধার্থ মালহোত্রা এবং কিয়ারা আদবাণীর ঘর আলো করে এলো প্রথম সন্তান! মঙ্গলবার কন্যা সন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী কিয়ারা। মা এবং কন্যা, দু’জনেই সুস্থ আছেন বলে খবর। উল্লেখ্য, ২০২৩ সালে ৭ ফেব্রুয়ারি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন সিদ্ধার্থ এবং কিয়ারা। রাজস্থানের সূর্যগড় প্যালেসে তাঁদের রাজকীয়ভাবে বিয়ে হয়েছিল। এরপর চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি সিড এবং কিয়ারা জানান, তাঁদের ঘরে নতুন অতিথি আসতে চলেছে। এরপর থেকেই সেলেব সন্তানের আসার অপেক্ষায় ছিলেন ভক্তরা।