সেলিব্রিটি

স্বস্তির নিশ্বাস নিল অভিনেত্রী সানি লিওনি, তাঁর বিরুদ্ধে ওঠা প্রতারণা মামলায় স্থগিতাদেশ দিল কেরল হাইকোর্ট

স্বস্তির নিশ্বাস নিল অভিনেত্রী সানি লিওনি, তাঁর বিরুদ্ধে ওঠা প্রতারণা মামলায় স্থগিতাদেশ দিল কেরল হাইকোর্ট
Key Highlights

বলিউড অভিনেত্রী সানি লিওনির বিরুদ্ধে যে প্রতারণা মামলা জারি হয়েছিল তাতে স্থগিতাদেশ দিল কেরল হাইকোর্ট।

২০১৯ সালে ফৌজিদারি মামলা দায়ের করা হয়েছিল। এই মামলায় নাম জড়িয়ে ছিল সানি লিওনি, অভিনেত্রীর স্বামী ড্যানিয়েল ওয়েবার ও এক কর্মীর বিরুদ্ধে। আর আজ সেই মামলারই স্থগিতাদেশ দিল কোর্ট।

কোন ঘটনার পরিপ্রেক্ষিতে সানি লিওনির বিরুদ্ধে অভিযোগ উঠল জানেন কি? হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিনেত্রী

সানি লিওনির বিরুদ্ধে ওঠা অভিযোগ হল, ২০১৯ সালে ভালোবাসার দিবসের দিন কচিতে এক অনুষ্ঠানে আসার কথা ছিল বলিউড অভিনেত্রী সানি লিওনির। সেই ইভেন্টে আসার জন্য অভিনেত্রী ২৯ লক্ষ টাকা নিয়েছিলেন। কিন্তু সেই অনুষ্ঠানে অংশ নেননি তিনি। তাই অভিনেত্রীর বিরুদ্ধে সেই সময়ে ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি অভিনেত্রীর বিরুদ্ধে প্রতারণা মামলা দায়ের করেছিল। ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির ম্যানেজার এই ঘটনার কারণে সানি লিওনি, স্বামী ড্যানিয়েল ওয়েবার ও এক কর্মীর বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছিলেন। তিনি অভিযোগ করে জানিয়েছিলেন, সানি লিওনি অনুষ্ঠানে অংশ নেবেন বলে টাকা নিলেও তিনি অনুষ্ঠানে যোগ দেননি। অভিনেত্রী তাদের সঙ্গে প্রতারণা করেছেন।


এই ঘটনায় তারকা দম্পতির বিরুদ্ধে ও কর্মচারীর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪০৬ ধারা (ফৌজদারি বিশ্বাস ভাঙা), ৪২০ ধারা (প্রতারণা ও অসততাকে সমর্থন) ৩৪ ধারা (অনেক ব্যক্তিদের দ্বারা কাজ করা) এগুলির অধীনে একটি মামলা দায়ের করা হয়েছিল ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির তরফে। যদিও এই মামলা যাতে বাতিল করা হয় তারজন্য হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন বলিউড অভিনেত্রী সানি লিওনি।


তবে এই ঘটনায় চুপ করে থাকেননি সানি। তিনি জানিয়েছেন, অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য অভিনেত্রী সেখানে একবার না দু'দুবার গিয়েছিলেন। কিন্তু অনুষ্ঠানটি সেদিন অনুষ্ঠিত হয়নি। তাই তিনি ফিরে এসেছেন। যদিও তিনি আরও জানিয়েছেন, অনুষ্ঠানটি যে সকল মানুষ আয়োজন করেছিলেন তাঁরা অভিনেত্রীকে জানিয়েছিলেন যে অনুষ্ঠানটির সময় বদলানো হয়েছে। যদিও তাঁর ওপর অভিনেত্রীকে আর কিছু জানানো হয়নি বলেই জানিয়েছেন বলিউড অভিনেত্রী সানি লিওনি।