ভিকি-ক্যাটের বিয়েতে আমন্ত্রিত অতিথিদের জন্য তৈরি হচ্ছে SOP, কী কী বিধিনিষেধ আরোপ করা হয়েছে তাতে?Restrictions imposed on Vicky-Katrina's wedding reception

Friday, December 3 2021, 2:43 pm
ভিকি-ক্যাটের বিয়েতে আমন্ত্রিত অতিথিদের জন্য তৈরি হচ্ছে SOP, কী কী বিধিনিষেধ আরোপ করা হয়েছে তাতে?Restrictions imposed on Vicky-Katrina's wedding reception
highlightKey Highlights

বলিউডের অন্যতম চর্চিত বিষয় হল ক্যাটরিনা কাইফ এবং ভিকি কৌশলের বিয়ে। এবার আরও একধাপ এগিয়ে জানা যাচ্ছে তাঁদের বিয়েতে যে অতিথিরা আসবেন তাঁদের NDA সই করতে হবে।


বলিউডের দুই জনপ্রিয় তারকা ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফের বিয়ের নিয়ে বর্তমানে নেট দুনিয়ায় চর্চা তুঙ্গে। শোনা গিয়েছে, ভিকি-ক্যাটের বিয়ের অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের মেনে চলতে হবে বেশ কিছু কড়া নিয়ম।

দুই তারকার পক্ষ থেকেই বিবাহ সম্পর্কে অফিসিয়ালি কোনও ঘোষণা করা হয়নি

বিয়ে নিয়ে ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফ দুজনেই মুখে কুলুপ এঁটেছেন। এখনও পর্যন্ত দুই তারকার পক্ষ থেকে বিয়ে সম্পর্কে কোনও অফিশিয়ালি ঘোষণা করা হয়নি। তবে শোনা যাচ্ছে, আগামী ৯ ডিসেম্বর রাজস্থানের সিক্স সেন্সেস ফোর্টে রাজকীয়ভাবে বসতে চলেছে তাঁদের বিবাহ আসর।

ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফ
ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফ

কী কী করা যাবে না ভিকি-ক্যাটের বিয়েতে?

SOP-তে মোট ৫৯ টি শর্ত থাকছে। তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো

  • বিবাহে কে কে হাজির ছিলেন তা গন্ডীর বাইরে প্রকাশ করা যাবে না। 
  • ছবি বা ভিডিয়ো তোলা যাবে না।
  • সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করা যাবে না।
  • সোশ্যাল মিডিয়ায় লোকেশন শেয়ার করা যাবে না।
  • বিবাহ প্রাঙ্গণ ছাড়ার আগে বাইরে অন্য কারোর সঙ্গে যোগাযোগ করা যাবে না।
  • কোনও ছবি ওয়েডিং প্ল্যানারের অনুমতি ছাড়া পোস্ট করা যাবে না।
  • কোনও রিল বা ভিডিয়ো বিয়ের সময় তোলা যাবে না

তাঁদের বিয়েতে যেসকল অতিথিরা অংশগ্রহণ করবেন তাঁদের NDA সই করতে হবে। সই করার পর সেই ফর্ম পাঠালে তাঁদের বারকোড দেওয়া হবে। 

চলতি বছরের সব থেকে হেভিওয়েট বিবাহের অপেক্ষা মাত্র আর কয়েক দিনের

৬ ই ডিসেম্বর থেকে শুরু হচ্ছে ভিকি কৌশল ও ক্যাটরিনা কইফের মেহেন্দির অনুষ্ঠান। ইতিমধ্যেই রাজস্থানের বিলাসবহুল প্রাসাদ সেজে উঠেছে। জানা গিয়েছে সে শহরের ৪৫টি হোটেল বুক করা হয়েছে। ৯ই ডিসেম্বর ধুমধাম করে বিয়ের অনুষ্ঠান হবে জয়পুরে।

শীঘ্রই নতুন জীবন শুরু করতে চলেছে ভিকি-ক্যাট
শীঘ্রই নতুন জীবন শুরু করতে চলেছে ভিকি-ক্যাট

তবে চলতি বছরের শেষে পরিস্থিতি খানিকটা স্বাভাবিক হলেও, ফের চোখ রাঙাচ্ছে করোনার নয়া ভ্যারিয়েন্ট 'ওমিক্রন'। এরফলে ভিকি-ক্যাট তাঁদের অতিথি তালিকা থেকে ছাঁটাই শুরু করেছেন।এ বিষয়টি অবশ্য ‘ভিক্যাট’-এর সহকারীরা দেখাশোনা করছেন । 

সোশ্যাল মিডিয়ায় ফাঁস হয়ে গিয়েছে আমন্ত্রিতের তালিকাও

ভিকি ও ক্যাটরিনার বিয়েতে উপস্থিত থাকতে পারেন বরুণ ধবন, কবীর খান, মিনি মাথুর, রোহিত শেট্টি, আলি আব্বাস জাফার, সিদ্ধার্থ মালহোত্রা, কিয়ারা আডবানিরা। প্রায় ২০০ জনের অতিথি তালিকা তৈরি করা হয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File