World Book Of Records | এশিয়ার বৃহত্তম পুষ্প উদ্যানের তকমা পেল কাশ্মীরের টিউলিপ গার্ডেন! দেখুন ফুল ও উদ্ভিদ সংক্রান্ত বিস্ময়কর বিশ্ব রেকর্ডগুলি!

Tuesday, August 22 2023, 8:53 am
highlightKey Highlights

লন্ডনের ওয়ার্লড বুক অফ রেকর্ডসের খেতাব পেল কাশ্মীরের টিউলিপ গার্ডেন।। এশিয়ার বৃহত্তম পুষ্প উদ্যানের তকমা পেল ইন্দিরা গান্ধী মেমোরিয়াল টিউলিপ গার্ডেন।


কাশ্মীরের (Kashmir) সৌন্দর্য বিশ্বখ্যাত। বরাবরই কাশ্মীরকে তুলনা করা হয় স্বর্গের সঙ্গে। ঋতুভেদে যেন ভিন্ন ধরণের অপরূপ ধারণ করে কাশ্মীর। এবার সেই কাশ্মীরের মুকুটে যুক্ত হলো নয়া পালক। কাশ্মীরের টিউলিপ গার্ডেন (Tulip Garden) পেলো লন্ডনের ওয়ার্লড বুক অফ রেকর্ডসের (London's World Book of Records) খেতাব। এশিয়ার বৃহত্তম পুষ্প উদ্যানের তকমা (Asia's Largest Flower Garden) পেল এই ভূবনখ্যাত ফুলের বাগান।

কাশ্মীরের টিউলিপ গার্ডেন  পেলো লন্ডনের ওয়ার্লড বুক অফ রেকর্ডসের খেতাব
কাশ্মীরের টিউলিপ গার্ডেন  পেলো লন্ডনের ওয়ার্লড বুক অফ রেকর্ডসের খেতাব

গতকাল অর্থাৎ সোমবার এই খুশির খবর টুইট করে জানান কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরি (Hardeep Singh Puri)।  তিনি জানান, শ্রীনগরের (Srinagar) টিউলিপের মনোরম নিস্বর্গ এশিয়ার বৃহত্তম পুষ্প উদ্যান হিসাবে ওয়ার্ল্ড বুক অফ রেকর্ডসে নাম তুলেছে। এই বাগানের ৬৮টি প্রজাতির ১৫ লক্ষ টিউলিপের বিস্ময়কর উদ্যান লক্ষাধিক পর্যটকদের আকর্ষণ করে।

Trending Updates
এশিয়ার বৃহত্তম পুষ্প উদ্যান হিসাবে ওয়ার্ল্ড বুক অফ রেকর্ডসে নাম তুলেছে কাশ্মীরের টিউলিপ গার্ডেন
এশিয়ার বৃহত্তম পুষ্প উদ্যান হিসাবে ওয়ার্ল্ড বুক অফ রেকর্ডসে নাম তুলেছে কাশ্মীরের টিউলিপ গার্ডেন

শ্রীনগরের টিউলিপের মনোরম নিস্বর্গ এশিয়ার বৃহত্তম পুষ্প উদ্যান হিসাবে ওয়ার্ল্ড বুক অফ রেকর্ডসে নাম তুলেছে! ৬৮টি প্রজাতির ১৫ লক্ষ টিউলিপের বিস্ময়কর উদ্যান আকর্ষণ করে এক লক্ষ পর্যটককে!

কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরি
ইন্দিরা গান্ধী মেমোরিয়াল টিউলিপ গার্ডেনে রয়েছে বাগানের ৬৮টি প্রজাতির ১৫ লক্ষ টিউলিপ
ইন্দিরা গান্ধী মেমোরিয়াল টিউলিপ গার্ডেনে রয়েছে বাগানের ৬৮টি প্রজাতির ১৫ লক্ষ টিউলিপ

প্রতিবারের মতোই নিয়ম মেনে চলতি বছরের ২৩সে মার্চ পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছিল ইন্দিরা গান্ধী মেমোরিয়াল টিউলিপ গার্ডেন (Indira Gandhi Memorial Tulip Garden)। জানা গিয়েছে, বর্তমানে এই অপূর্ব বাগানে রয়েছে ৬৮ রকমের ১৫ লক্ষেরও বেশি টিউলিপ।  লাল-হলুদ-সাদা-গোলাপি ফুলেদের সমারহে সাজানো পাহাড়ি উপত্যকা আকর্ষণ করে গোটা বিশ্বের পর্যটকদের। প্রত্যেক মরশুমেই কয়েক লক্ষ পর্যটকদের ভিড় দেখা যায় এই বাগানে। শ্রীনগরে ডাল লেকের (Dal Lake in Srinagar) কাছে এই ইন্দিরা গান্ধী মেমোরিয়াল টিউলিপ গার্ডেন প্রথমবার আনুষ্ঠানিকভাবে খুলে দেওয়া হয়েছিল ২০০৭ সালে। এরপর থেকেই জম্মু-কাশ্মীরের (Jammu and Kashmir) অন্যতম জনপ্রিয় পর্যটনস্থল হয়ে ওঠে এই গার্ডেন।

 ইন্দিরা গান্ধী মেমোরিয়াল টিউলিপ গার্ডেন প্রথমবার আনুষ্ঠানিকভাবে খুলে দেওয়া হয়েছিল ২০০৭ সালে
 ইন্দিরা গান্ধী মেমোরিয়াল টিউলিপ গার্ডেন প্রথমবার আনুষ্ঠানিকভাবে খুলে দেওয়া হয়েছিল ২০০৭ সালে

লক্ষাধিক পর্যটকদের বড় আকর্ষণ, কাশ্মীরের টিউলিপ গার্ডেন এবার পেল লন্ডনের ওয়ার্লড বুক অফ রেকর্ডসের আওতায় এশিয়ার বৃহত্তম পুষ্প উদ্যানের তকমা (Asia's Largest Flower Garden)। গোটা বিশ্বের নানান দেশে, নানান প্রান্তে এরকম বহু ফুল বা গাছ সংক্রান্ত বিশ্ব রেকর্ড রয়েছে, যার সম্পর্কে জানলে অবাক হবেন যে কেউ। সর্বোচ্চ সূর্যমুখী ফুল থেকে শুরু করে পৃথিবীর সবথেকে ভারী স্ট্রবেরি, জানুন ফুল,ফল, উদ্ভিদ সম্পর্কিত অদ্ভুত কী কী বিশ্ব রেকর্ড (World Book Of Records) রয়েছে।

সোমবার এই খুশির খবর টুইট করে জানান কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরি
সোমবার এই খুশির খবর টুইট করে জানান কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরি

১. বিশ্বের দীর্ঘতম ফুলের কার্পেট । The World's Longest Flower Carpet :

আশ্চর্যকর এই বিশ্ব রেকর্ডটি তৈরী হয় দুবাইতে (Dubai)। এখনও পর্যন্ত বিশ্বের সবথেকে দীর্ঘতম ফুলের কার্পেট অর্থাৎ ফুল দিয়ে তৈরী কার্পেটটি স্থাপন করা হয় ২০১৯ সালের ২২সে নভেম্বরে। এই ফুলের কার্পেটটি তৈরী করতে ৪২,০০০ কেজি ফুল আমদানি করা হয়েছিল। মোট সাত রকমের ফুল ব্যবহার করা হয় এই কার্পেটে। বহু মানুষ একত্রিত হয়ে ফুলের পাপড়িগুলোকে মাটিতে আঁকা ছোট ছোট নকশায় স্থাপন করে কার্পেট তৈরি করেন।এর আগে বিশ্বের দীর্ঘতম ফুলের কার্পেটের রেকর্ড ছিল মেক্সিকোর (Mexico) কাছে। ২০১০ সালে ১,৯১৬ মিটার দীর্ঘ ফুলের কার্পেটের বিশ্ব রেকর্ড করেছিল মেক্সিকো।

বিশ্বের সবথেকে দীর্ঘতম ফুলের কার্পেট তৈরী হয় দুবাইতে 
বিশ্বের সবথেকে দীর্ঘতম ফুলের কার্পেট তৈরী হয় দুবাইতে 

২. বিশ্বের বৃহত্তম বিবাহের ফুলের তোড়া ।  World's Largest Wedding Bouquet :

ওয়েস্টার্ন কালচারে বিয়েতে ফুলের তোড়া উপহার দেওয়ার চল খুবই জনপ্রিয়। যা বর্তমানে আমাদের কালচারেও খুব দেখা যায়। অনেকেই সদ্য বিবাহিত দম্পতিকে শুভেচ্ছা জানাতে ছোট বড়, নানান ফুল দিয়ে তৈরী ফুলের তোড়া দিয়ে থাকেন। তবে আপনি কি জানেন, এরকমই এক ফুলের তোড়ার রয়েছে বিশ্ব রেকর্ড? ৬০ মিটারেরও লম্বা, ৫০০টি গোলাপ, ৪০০টি কার্নেশন, ৬০টি লিলি, ২০০টি ডেইজি, ৩৪০টি বেবিজ ব্রেথ-সহ প্রায় ১,৫০০টি ফুল দিয়ে তৈরী এই তোড়া পেয়েছে বিশ্বের সবথেকে বড় বিয়ের ফুলের তোড়ার তকমা। এই ফুলের তোড়ার ওজন প্রায় ৯২কেজি। একজন স্বাস্থ্যবান প্রাপ্ত  বয়স্কের ওজনের প্রায় সমান এই ফুলের তোড়া বহন করতে লেগেছিলো ৭৯ জন বরযাত্রী ও ৪৭জন কোনেযাত্রী।

বিশ্বের বৃহত্তম বিবাহের ফুলের তোড়ার ওজন প্রায় ৯২কেজি
বিশ্বের বৃহত্তম বিবাহের ফুলের তোড়ার ওজন প্রায় ৯২কেজি

৩. বিশ্বের সবচেয়ে ভারী স্ট্রবেরি । The World's Heaviest Strawberry :

অনেকেরই পছন্দের ফল স্ট্রবেরি চট জলদি বাজারে পাওয়া যায়না। আবার পাওয়া গেলেও বিশাল পরিমাণ অর্থের বিনিময়ে পাওয়া যায় ছোট্ট ছোট্ট ফল। তবে যদি একবার এই স্ট্রবেরি হাতের নাগালে আসে তাহলে যেন সারা জীবনের মতো মিটে যাবে এই বিদেশী ফল খাওয়ার ইচ্ছা। বিশ্ব রেকর্ড গড়া এই স্ট্রবেরির ওজন ২৫০ গ্রাম। জাপানে (Japan) তৈরী এই স্ট্রবেরির কাছেই এখনও পর্যন্ত বিশ্বের সবথেকে বড় স্ট্রবেরির খেতাব রয়েছে।

বিশ্ব রেকর্ড গড়া এই স্ট্রবেরির ওজন ২৫০ গ্রাম
বিশ্ব রেকর্ড গড়া এই স্ট্রবেরির ওজন ২৫০ গ্রাম

৪. একটি গাছে সবথেকে বেশি ক্রিস্যান্থেমাম ফুল ফোটা । Most Chrysanthemum Blooms on one Plant :

ক্রিস্যান্থেমাম খুবই সুন্দর এবং জনপ্রিয় এক ফুল। গাছে যখন গোটা কয়েক ক্রিস্যান্থেমাম ফুল ফোটে তখনই তা দেখে চোখ জুড়িয়ে যায়। এবার ভাবুন যদি এই ফুল একটি গাছেই যদি ৪ হাজারেরও বেশি ফোটে তাহলে তা কতটা সুন্দর দেখতে লাগবে। এরকমই এক বিশ্ব রেকর্ড রয়েছে একটি গাছের। জাপানের ওসাকাতে (Osaka, Japan) একটি গাছ রয়েছে যাতে ফোটে প্রায় ৪,৩৫১টি ক্রিস্যান্থেমামটি ফুল। প্রত্যেক ফুলের উচ্চতা ৪.৫ মিটার এবং প্রস্থ ২.২ মিটার।

একটি গাছেই ৪ হাজারেরও বেশি ক্রিস্যান্থেমাম ফোটে
একটি গাছেই ৪ হাজারেরও বেশি ক্রিস্যান্থেমাম ফোটে

৫. বিশ্বের বৃহত্তম ফ্লোরাল ইনস্টলেশন । World's Largest Floral Installation :

বিশ্বের  বৃহত্তম ফ্লোরাল ইনস্টলেশন রয়েছে দুবাইতে (Dubai)। সেখানে বিমান এমিরেটস এসি৩৮০ (Emirates AC380) এর একটি পূর্ণ আকারের মডেল তৈরি করা হয়েছে যার পরিমাপ ৭৩ মিটারেরও বেশি। এই বিমানের মডেলটি সাজানো হয়েছে ৫০০,০০০ টিরও বেশি ফুল এবং গাছপালা দিয়ে। এই গাছপালা ও ফুল পূর্ণ প্রস্ফুটিত হলে এই ইনস্টলেশনে থাকবে মোট ৫ মিলিয়ন ফুল।

বিশ্বের  বৃহত্তম ফ্লোরাল ইনস্টলেশন রয়েছে দুবাইতে
বিশ্বের বৃহত্তম ফ্লোরাল ইনস্টলেশন রয়েছে দুবাইতে

৬. বিশ্বের সবচেয়ে লম্বা সূর্যমুখী । The Tallest Sunflower in The World :

বিশ্বের সবচেয়ে লম্বা সূর্যমুখী ফুল জন্মেছিল জার্মানিতে (Germany)। এই ফুলের উচ্চতা ৮.২৩ মিটার। রেকর্ডে সবচেয়ে লম্বা সূর্যমুখী ৮.২৩ মিটার উঁচু এবং জার্মানিতে জন্মেছিল। এই উচ্চতার পরিপ্রেক্ষিতে বলতে গেলে, গড় ইউরোপীয় মহিলার উচ্চতার ৫ গুণ বেশি লম্বা এই ফুল। এখনও পর্যন্ত এই বিশ্ব রেকর্ড অন্য কোনও ফুল ভাঙতে পারেনি।

বিশ্বের সবচেয়ে লম্বা সূর্যমুখী ফুলের উচ্চতা ৮.২৩ মিটার
বিশ্বের সবচেয়ে লম্বা সূর্যমুখী ফুলের উচ্চতা ৮.২৩ মিটার

৭.  সবচেয়ে বড় একক ফুল । Largest Single Flower : 

কমলা-বাদামী এবং সাদা পরজীবী উদ্ভিদ রাফলেসিয়া আর্নল্ডী (Rafflesia Arnoldii ) বিশ্বের সবথেকে বড় একক ফুল। ইন্দোনেশিয়ার (Indonesia) পশ্চিম সুমাত্রার একটি জঙ্গলে আবিষ্কৃত এই ফুলের পরিমাপ ছিল ১১১ সেমী অর্থাৎ ৩ ফুট ৭.৬ ইঞ্চি। এর ওজন প্রায় ১১ কেজি পর্যন্ত  হতে পারে। এই ফুলের মাংসল পাপড়ি ১.৯ সেমি পর্যন্ত পুরু হয়। এর কোনও পাতা, কান্ড বা শিকড় নেই, বরং জঙ্গলের লতাগুলির মধ্যে পরজীবী হিসাবে বেড়ে ওঠে।

কমলা-বাদামী এবং সাদা পরজীবী উদ্ভিদ রাফলেসিয়া আর্নল্ডী বিশ্বের সবথেকে বড় একক ফুল
কমলা-বাদামী এবং সাদা পরজীবী উদ্ভিদ রাফলেসিয়া আর্নল্ডী বিশ্বের সবথেকে বড় একক ফুল

উপরোক্ত বিশ্ব রেকর্ডগুলি ছাড়াও ফুল, ফল, উদ্ভিদ সংক্রান্ত আরও অসংখ্য বিশ্ব রেকর্ড রয়েছে। এবার এই তালিকায় যুক্ত হয়েছে কাশ্মীরের নাম। এই সুখবরে আনন্দিত গোটা ভারত।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File