খেলাধুলা

মহিলা বিশ্বকাপকে কেন্দ্র করে নবরূপে সেজে উঠেছে ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়াম

মহিলা বিশ্বকাপকে কেন্দ্র করে নবরূপে সেজে উঠেছে ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়াম
Key Highlights

আর কয়েক ঘন্টার অপেক্ষা। শুরু হতে চলেছে ভারতের অনূর্ধ্ব-১৭ মহিলার বিশ্বকাপ, যার জেরে ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামকে নতুনভাবে সাজিয়ে তোলা হয়েছে।

ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে ইতিমধ্যেই আমূল পরিবর্তন করা হয়েছে অনূর্ধ্ব-১৭ মহিলার বিশ্বকাপকে ঘিরে। কলিঙ্গ শহরেই যে মহিলাদের বিশ্বকাপ ফুটবলের আসর বসেছে তা এই মুহূর্তে শহরের ঢুকে বোঝার উপায় নেই। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, এই প্রথম ভারতীয় যুব মহিলা দল আয়োজক দেশ হিসেবে বিশ্বকাপের খেলার যোগ্যতা অর্জন করেছে।

কলিঙ্গ স্টেডিয়াম সেজে উঠেছে নতুনভাবে, কীভাবে এই স্টেডিয়াম সংস্করণ করা হয়েছে জানুন বিস্তারিত

কলিঙ্গ স্টেডিয়ামেই হবে গ্রুপ-'এ'-র পাঁচটি ম্যাচ হবে। যার মধ্যে এই মাঠেই তিনটি ম্যাচ খেলবে ভারত এবং এই ম্যাচগুলিতে ভারতের প্রতিপক্ষে খেলবে আমেরিকা, মরক্কো এবং ব্রাজিল। মাঠে এসে খেলা দেখার জন্য জনসাধারণের কাছে আবেদন রেখেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক। নতুন করে এই স্টেডিয়াম সংস্করের কাজে খরচ হয়েছে প্রায় ৯০ কোটি টাকা। কমপ্লেক্সের ভিতরে তৈরি করা হয়েছে দু'টি প্র্যাকটিস গ্রাউন্ড। কৃত্তিক বাতি স্তম্ভেরও ব্যাপক সংস্কার করা হয়েছে। একই সঙ্গে মাঠ থেকে শুরু করে ভিআউপি লাউঞ্জেরও সংস্করণ করা হয়েছে। স্টেডিয়ামের বাইরেই বিক্রি হচ্ছে টিকিট। এই টিকিটের মূল্য মাত্র ১০০ টাকা এবং ২০০ টাকা রাখা হয়েছে।

উল্লেখ্য, ১৬টি দল এবং নক আউট মিলিয়ে  এই বিশ্বকাপে মোট ৩২টি ম্যাচ হবে। ভুবনেশ্বর ছাড়াও নভি মুম্বই, গোয়ায় এই প্রতিযোগীতার অন্যান্য ম্যাচগুলি আয়োজন করা হবে। জানা গিয়েছে নভি মুম্বইয়ে ডি ওয়াই পাটিল স্টেডিয়ামেই ফাইনাল ম্যাচটি হবে। ভারতীয় অনূর্ধ্ব-১৭ দলের প্রশিক্ষক থমাস ডেননার্বি প্রবল আত্মবিশ্বাসী না হলেও তিনি মনে করছেন তাঁর মেয়েরা এই সুযোগটাকে কাজে লাগাতে পারবে। নিজের দলের মেয়েদের উপর সম্পূর্ণ আস্থা রেখে ভারতীয় কোচ জানাচ্ছেন," শুধু মাত্র ফলাফল নয়, এই বিশ্বকাপে ভারতীয় মহিলা ফুটবলারদের প্রমাণ করার আছে তারাও ফুটবলটা খেলতে পারে।" ইতিমধ্যেই শক্তিশালী ইউরোপীয় দলগুলির বিরুদ্ধে দুর্ধর্ষ পারফর্ম করেছে ভারতীয় মহিলা ফুটবলাররা। ফলে বিশ্বকাপে অন্তত নক-আউট পর্যায়ে যে ভারতীয় মহিলা দল যেতে পারবে তা আশা করাই যায়।


Saif Ali Khan Attack | মেরুদণ্ড থেকে মাত্র ২ মিমি দূরে ছুরি! রক্তে ভিজে গিয়েও হেঁটেই হাসপাতালে ঢোকেন সইফ
Saif Ali Khan Attack | ফার্স্ট লোকাল ধরে পালানোর চেষ্টা! পুলিশের হাতে ধরা পড়লো সইফের হামলাকারী! দাবি করেছিল ১ কোটি
Saif Ali Khan Attack | প্রকাশ্যে সইফ আলী খানের হামলাকারীর ছবি! পরিচারিকাকে বাঁচাতে গিয়েই আহত হন অভিনেতা?
IIT Baba | অ্যারোস্পেস ইঞ্জিনিয়ার-ডিজাইনে মাস্টার্স-ফটোগ্রাফার! বিলাসবহুল ভবিষ্যৎ ছেড়ে মহাদেবের চরণে 'IIT বাবা'
Laurene Jobs in Mahakumbh | মহাকুম্ভ মেলায় পুণ্যস্নান সারবেন স্টিভ জবসের স্ত্রী লরেন পাওয়েল! তাঁর আগে পেলেন হিন্দু নামও
Mahakumbh | মহাকুম্ভ মেলা থেকে ২-৪ লক্ষ কোটি টাকার ব্যবসা! যোগী রাজ্যে আয় হতে পারে ২৫ কোটি টাকা! মহাকুম্ভ মেলা বাড়াবে দেশের GDP
R G KAR Hearing live । 'তিলোত্তমা' ধর্ষণ-খুন কাণ্ডে দোষী সঞ্জয় রায়! সোমবার আদালতে সাজা ঘোষণা!