Rooftop Restaurant | সামনেই পুজো, শর্তসাপেক্ষে খুলছে একাধিক রুফটপ রেস্তোরাঁ, জানালেন মেয়র ফিরহাদ হাকিম
Wednesday, August 27 2025, 4:12 pm
Key Highlightsপুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমের কড়া বার্তা, “মানুষের প্রাণের বিনিময়ে ব্যবসা চলতে পারে না। ছাড়পত্র চাইলে নিয়ম মানতেই হবে।”
বুধবার পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম জানালেন, “ছাড়পত্র চাই? তা হলে অগ্নি নিরাপত্তা আগে। নতুন করে আমরা কোনও রেস্তরাঁর অনুমোদন দিচ্ছি না। তবে যেগুলি ছিল, সেগুলি পুজোর আগেই চালু হবে। তবে রুফটপ চালু করা হলেও মানতে হবে একাধিক শর্ত। মোট রুফটপের ৫০ শতাংশ খালি রাখতে হবে। যেদিকে হাইড্রোলিক ল্যাডার ঢুকবে রেস্তরাঁর সেই দিকে ৫০ শতাংশ এলাকা খালি রাখতে হবে, যাতে উদ্ধারকাজ করা যায়। মানুষকে বাঁচাতে যা যা প্রয়োজনীয় প্রস্তুতি রাখা দরকার, তা রাখতে হবে। রাখতে হবে প্রয়োজনীয় অগ্নি নির্বাপণ ব্যবস্থা।”
- Related topics -
- শহর কলকাতা
- রুফটপ রেস্তোরাঁ
- ফিরহাদ হাকিম
- ফিরহাদ হাকিম
- অগ্নি নির্বাপন ব্যবস্থা
- কলকাতা কর্পোরেশন

