Recruitment Scam | আদালত হাজিরার আগেই অজ্ঞান 'কালীঘাটের কাকু'! নিয়োগ দুর্নীতি মামলা ঝুলেই রইলো ইডির হাতে
কোর্টে হাজিরার আগেই 'অজ্ঞান'! এসএসকেএম থেকে 'কালীঘাটের কাকু'কে এবার স্থানান্তরিত করা হল আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে। স্থগিত হল ইডির নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলায় চার্জগঠন প্রক্রিয়া।
হৃদ্যন্ত্রের সমস্যায় ভুগছিলেন ' 'কালীঘাটের কাকু'। সোমবার কোর্টে হাজিরার আগেই 'অজ্ঞান' হলেন তিনি। প্রথমে এসএসকেএম তারপর সেখান থেকে 'আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয় তাকে। ওই হাসপাতালেই তার হার্ট সার্জারি হয়েছিল। সূত্রের খবর, তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়েছে। এর জেরে ফের পিছিয়ে গেলো ইডির নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলায় চার্জগঠন প্রক্রিয়া। বিচারক জানালেন, অভিযুক্তরা সশরীরের হাজির না হওয়া পর্যন্ত স্থগিত থাকবে চার্জগঠন প্রক্রিয়া। মামলার পরবর্তী শুনানি হবে ২ জানুয়ারি, জানিয়েছে কোর্ট।