R G Kar | ২জন স্টেনোগ্রাফার নিয়ে কালীঘাটের পথে জুনিয়র ডাক্তাররা, 'নেগোশিয়েশনের জায়গায় আমরা থাকব না, বললেন তারা
মুখ্যমন্ত্রীর বাসভবনের উদ্দেশে জুনিয়র ডাক্তাররা। নিজেদের তরফে ২ জন স্টেনোগ্রাফার নিয়ে যাচ্ছেন তারা।
মুখ্যমন্ত্রীর বাসভবনের উদ্দেশে জুনিয়র ডাক্তাররা। নিজেদের তরফে ২ জন স্টেনোগ্রাফার নিয়ে যাচ্ছেন তারা। বৈঠকের পর দুই পক্ষের তরফে কার্যবিবরণী স্বাক্ষর করা হবে। বৈঠক শেষ হলে কার্যবিবরণীর একটি কপি ডাক্তারদের দিয়ে দেওয়া হবে। আন্দোলনকারী জুনিয়র ডাক্তার কিঞ্জল নন্দ বলেন, 'কোনওরকম নেগোশিয়েশনের জায়গায় আমরা থাকব না। আমরা যদি মনে করি আলোচনা সদর্থক নয়, ফিরে এসে জিবি করে বাকিটা জানাব। ওখানে কর্মবিরতি বা আন্দোলনসংক্রান্ত সিদ্ধান্ত জানিয়ে আসব না।'