Oldest Tortoise 191st Birthday | টেলিফোন থেকে ইন্টারনেট, যুগ পরিবর্তন দেখেছে জোনাথন! ১৯১তম জন্মদিনে প্রাচীনতম কচ্ছপকে শুভেচ্ছা বার্তা গোটা বিশ্ব জুড়ে!

Friday, December 22 2023, 7:56 am
highlightKey Highlights

স্থলভাগে দীর্ঘতম সময় ধরে বসবাস তার।পৃথিবীর প্রাচীনতম কচ্ছপ জোনাথনের ১৯১তম জন্মদিন ধুমধাম করে পালন হলো সেন্ট হেলেনা দ্বীপে।


নানান চমক, জানা-অজানা ঘটনা, বিজ্ঞান,তথ্য, জীব বৈচিত্র নিয়ে গঠিত আমাদের পৃথিবী। সময়ের সঙ্গে সঙ্গে যেমন উন্নত হচ্ছে প্রযুক্তি তেমনই সুপ্রসারিত হচ্ছে বিজ্ঞান। আবিষ্কার হচ্ছে নতুন নতুন তথ্য। যার ফলে অনেক ক্ষেত্রেই বদলে যাচ্ছে 'প্রচলিত তথ্য' বা 'বিজ্ঞানের ধারণা'। বদলে যাচ্ছে জীব-জগৎ সম্পর্কে তথ্যও। তবে এই জীব-জগৎ সংক্রান্ত এক তথ্য বোধ হয় 'চির সত্যই' হয়ে থাকবে। প্রাণী বিজ্ঞানীদের মতে বলা হয়, কচ্ছপই হচ্ছে একমাত্র প্রাণী, যারা দীর্ঘদিন বাঁচতে পারে। আর এই 'তথ্য'ই সত্য করে ১৯১তম জন্মদিন পালন করলো পৃথিবীতে সবথেকে প্রাচীনতম কচ্ছপ (Oldest Tortoise) জোনাথন!

১৮৩২ সালে তার জন্ম হয়েছিল বলেই মনে করা হয়। ৫০ বছর পরে সেন্ট হেলেনা দ্বীপ (Saint Helena Island) এ নিয়ে যাওয়া হয় তাকে। যেই সময়ে তাকে নিয়ে যাওয়া হয়েছিল, তখন সে কতটা পরিপক্ক হয়েছে, তার ভিত্তিতে মনে করা হয়, সেই সময়ে কচ্ছপ জোনাথন  (Jonathan the Tortoise) এর বয়স ছিল ৫০ বছর। এরপর ২০২২ সালে ব্রিটিশ বিদেশী অঞ্চলের গভর্নর নাইজেল ফিলিপস ৪ঠা ডিসেম্বর তার জন্মদিন হিসেবে ঘোষণা করেন। সেই অনুমানের উপর ভিত্তিতে এই বছর কচ্ছপ জোনাথন (Jonathan the Tortoise) ১৯১ বছরে পা দিল। যদিও প্রাচীনতম কচ্ছপ (Oldest Tortoise) জোনাথনের বয়স নিয়ে রয়েছে এক দ্বন্দ্ব।

Trending Updates

আমাদের মানুষদের মধ্যেই যদি কারোর ১০০ বছর পূর্ণ হয় তাহলেই তা উঠে আসে খবরের শিরোনামে, সোশ্যাল মাধ্যমে। কারণ এই ঘটনা খুবই বিরল। সেই মতো পৃথিবীর প্রাচীনতম কচ্ছপ জোনাথনের ১৯১তম জন্মদিনের খবর নিমেষে ছড়িয়ে পরে সোশ্যাল মাধ্যমে। সেন্ট হেলেনা দ্বীপ (Saint Helena Island) এ জোনাথনের জন্মদিন পালনের একাধিক ছবি সোশ্যাল মিডিয়ায় হয়েছে ভাইরাল। ছবিগুলি পোস্ট করেছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস সংস্থাও (Guinness World Records)। পোস্টের ক্যাপশনে তারা লেখে, প্রাচীনতম জীবন্ত কচ্ছপ জোনাথন ১৯১ বছরে পা দিল। এই পোস্ট করার মাত্র কয়েক ঘণ্টার মধ্যে ভিউয়ার সংখ্যা অতিক্রম করেছে চার লাখের বেশি। প্রতিক্রিয়া জানিয়েছেন ২৫ হাজারের বেশি সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী।

আটলান্টিক সমুদ্রের সেন্ট হেলেনা দ্বীপে নিজের জন্য সঙ্গী পেয়েছিল জনাথন। এক পুরুষ কচ্ছপের সঙ্গে থাকত জনাথন। তার সঙ্গে ২৬ বছরের সম্পর্ক ছিল। জনাথনের দীর্ঘদিনের পশুচিকিৎসক জো হলিন্স গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসকে (জিডব্লিউআর) বলেছেন, জনাথনের ঘ্রাণশক্তি হারিয়েছে এবং ছানি থেকে কার্যত অন্ধ সে, তাও তার খিদেবোধ প্রবল। সাধারণত বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে গতি কমে আসে। কিন্তু জোনাথনের মধ্যে এখনও সেই লক্ষ্যণ দেখা যায়নি। এই অবস্থায় ২০০-র গণ্ডি পার করা শুধু সময়ের অপেক্ষা বলে জানিয়েছেন জোনাথনের দেখভাল করা পশুচিকিৎসক। জানা গিয়েছে, একটি ছোট টিম তৈরি হয়েছে তার জন্য, যারা সপ্তাহে একবার ফল এবং শাকসবজি নিয়ে হাতে করে খাইয়ে দেয়। কেবল তার ক্যালোরির পরিপূরক নয় বরং তার বিপাকের সেই প্রয়োজনীয় চালকগুলিকে সরবরাহ করে ভিটামিন, খনিজ উপাদান। ১৯১ বছর বয়সী জোনাথনে এখন থাকে দক্ষিণ আটলান্টিক মহাসাগরের দ্বীপ সেন্ট হেলেনার গভর্নরের আবাসিক বাসভবন প্ল্যান্টেশন হাউসে।  তার প্রিয় খাদ্যের তালিকায় আছে বাঁধাকপি, শসা, গাজর, লেটুস পাতা, আপেল ও অন্যান্য মৌসুমি ফল।

উল্লেখ্য,  বর্তমানে পৃথিবীতে সবচেয়ে বেশি বয়সী কচ্ছপ জোনাথন। তবে এর আগে এই শিরোপা ছিল তুই মালিলা (Tui Malila) নামে আরেককটি কচ্ছপের। ১৮৮ বছর বেঁচে ছিল সে। ১৯৬৫ সালে সে মারা যায়। যে কোনও প্রজাতির কচ্ছপ সাধারণত ১৫০ বছর বয়স পর্যন্ত বেঁচে থাকতে পারে। তবে আশাতীতভাবে জোনাথন সেই বয়স আগেই অতিক্রম করে পা দিলো ১৯১ বছরে। আর মাত্র ৯ বছর পর সে ছুঁয়ে ফেলবে ২০০ বছর বয়সের গন্ডি! ১৯১ বছরের মধ্যে সমস্ত যুগান্তকারী আবিষ্কার, টেলিফোন আবিষ্কার থেকে ইন্টারনেট আবিষ্কার, একাধিক যুগ পরিবর্তন আরও কত না কী দেখেছে এই জোনাথন সাহেব! এই তালিকায় যোগ হোক আরও বেশ কয়েক বছর!




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File