Hunter Biden | রাখলেন না নিজের কথাই, বিশেষ ক্ষমতা 'ব্যবহার' করে ছেলেকে 'রক্ষা' করলেন মার্কিন প্রেসিডেন্ট বাইডেন

Monday, December 2 2024, 8:05 am
highlightKey Highlights

মার্কিন প্রেসিডেন্ট হিসেবে মেয়াদ পূর্ণর আগেই প্রেসিডেন্টের ক্ষমতা 'ব্যবহার' করে জেল হওয়া থেকে নিজেরই ছেলেকে রক্ষা করলেন জো বাইডেন।


মার্কিন প্রেসিডেন্ট হিসেবে মেয়াদ পূর্ণর আগেই প্রেসিডেন্টের ক্ষমতা 'ব্যবহার' করে জেল হওয়া থেকে নিজেরই ছেলেকে রক্ষা করলেন জো বাইডেন। ২০১৮ সালে বন্দুক কেনার সময় সরকারি ফর্মে মিথ্যে বলার জন্য গত জুনে হান্টার বাইডেনকে দোষী সাব্যস্ত করা হয়। এরপর কর লঙ্ঘন সংক্রান্ত মামলায় নিজের দোষ স্বীকার করে নিয়েছিলেন হান্টার। জো বাইডেন একটা সময় দাবি করেছিলেন, মার্কিন প্রেসিডেন্ট হিসেবে নিজের ক্ষমতা প্রয়োগ করে ছেলেকে মাফ করবেন না। তবে এখন তাঁর দাবি, তাঁকে দমিয়ে দিতে হান্টারকে ‘টার্গেট’ করা হয়েছিল।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File