ঘরে বাইরে প্রবল চাপ, ব্রিটেনের প্রধানমন্ত্রীকে আক্রমণ বাইডেনের!
ব্রিটিশ প্রধানমন্ত্রী ট্রাস রবিবার ডাউনিং স্ট্রিটে বিডেনের সাথে দেখা করবেন না।
ব্রিটেনে কর্পোরেট কর কমানোর সিদ্ধান্ত একেবারেই খারাপ ছিল বলে দাবি করেছেন বাইডেন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের আক্রমণের মুখে পড়লেন ব্রিটেনের প্রধানমন্ত্রী লিজ ট্রাস। প্রসঙ্গত, এই কর কমানোর সিদ্ধান্ত নিয়েই প্রবল চাপের মধ্যে রয়েছেন ট্রাস। চলতি সপ্তাহেই প্রধানমন্ত্রীর কুরসিও ছেড়ে দিতে হতে পারে লিজ-কে। এহেন পরিস্থিতিতে মিত্ররাষ্ট্র আমেরিকার তরফ থেকেও সমালোচনার মুখে পড়তে হল লিজ ট্রাসকে। সব মিলিয়ে ঘরে বাইরে একেবারে নাজেহাল দশা ব্রিটেনের সদ্য নির্বাচিত প্রধানমন্ত্রীর।
মার্কিন যুক্তরাষ্ট্রের একটি প্রদেশে সফর করতে গিয়ে ট্রাসের সিদ্ধান্ত নিয়ে মুখ খুলেছেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেছেন, “উচ্চবিত্তদের করের বোঝা লাঘব করতে কর্পোরেট ট্যাক্স কমানোর সিদ্ধান্ত একেবারেই সঠিক ছিল না। আমি একাই এই কথা বলছি সেরকমটাও নয়।” বাইডেন সেই সঙ্গে আরও বলেছেন, “এই নীতির সঙ্গে আমি কিছুতেই একমত হতে পারিনি। তবে এটা ব্রিটেনের নিজস্ব বিষয়। আমি এই প্রসঙ্গে কথা বলার কেউ নই।” বিশ্ব রাজনীতিতে কার্যত একসঙ্গে মিলেই কাজ করে আমেরিকা ও ব্রিটেন। কোনও দেশের অভ্যন্তরীণ নীতি নিয়ে প্রকাশ্যে সমালোচনা করবেন না অপর দেশের নেতা, এমনটাই সাধারণত হয়ে থাকে। কিন্তু ট্রাসের ক্ষেত্রে এই প্রথার ব্যতিক্রম ঘটালেন বাইডেন।
সূত্রের খবর, এই সপ্তাহের মধ্যেই ট্রাসকে কুরসি থেকে সরিয়ে দেওয়ার তোড়জোড় করছেন টোরি পার্টির এমপিরা। দলের কমিটির প্রধানের কাছে ট্রাসের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনতে চলেছেন কনজারভেটিভ পার্টির শতাধিক এমপি। প্রয়োজন পড়লে প্রথা ভেঙে ফের প্রধানমন্ত্রী নির্বাচনের জন্যও আবেদন জানানো হবে।
- Related topics -
- আন্তর্জাতিক
- মার্কিন যুক্তরাষ্ট্র
- আমেরিকা
- ব্রিটেন