CBI Arrests Jiban Krishna Saha: সিবিআইয়ের হাতে গ্রেফতার জীবনকৃষ্ণ সাহা,নজরে আরও বিধায়ক?

Thursday, April 20 2023, 9:53 am
highlightKey Highlights

নিয়োগ দুর্নীতিকাণ্ডে গ্রেফতার তৃণমূলের বিধায়ক জীবনকৃষ্ণ সাহা| বিআইয়ের দাবি, নজরে রয়েছে আরও বেশ কয়েকজন বিধায়ক।


পুকুরে ফোন ছুড়েও রেহাই মিললনা বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার (Jiban Krishna Saha)। পার্থ-মানিকের পর নিয়োগ দুর্নীতিকাণ্ডে ফের সিবিআইয়ের হাতে গ্রেফতার ঘাসফুল শিবিরের আরও এক বিধায়ক। তদন্তে অসহযোগিতার অভিযোগে সোমবার ৬৫ ঘন্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর তৃণমূল বিধায়ককে গ্রেফতার করে সিবিআই (CBI)।

আগেই গ্রেফতার হয়েছেন তৃণমূলের বেশ কয়েকজন নেতা। এদিন আরও এক বিধায়কের গ্রেফতারির ঘটনায় বেশ চিন্তায় ঘাসফুল শিবির। ইতিমধ্যেই এই ঘটনায় বিজেপিকে কটাক্ষ করে সুর চড়িয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। অন্যদিকে, কেবল জীবনকৃষ্ণ সাহাই নন, দুর্নীতিকাণ্ডে আরও কিছু বিধায়কের নাম উঠে আসছে বলে দাবি করছেন সিবিআই আধিকারিকরা।

সিবিআইয়ের হাতে গ্রেফতার জীবনকৃষ্ণ সাহা
সিবিআইয়ের হাতে গ্রেফতার জীবনকৃষ্ণ সাহা
Trending Updates

উল্লেখ্য, নিয়োগ দুর্নীতির অভিযোগে শুক্রবার বেলা থেকেই বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বাড়িতে শুরু হয় চিরুনি তল্লাশি। তবে বেলা গড়াতেই শুরু নাটকীয় মোড়। তথ্য লোপাট করতে সিবিআই অফিসারদের হাত থেকে বাজেয়াপ্ত নিজের দুটো ফোন ছিনিয়ে বাড়ির লাগোয়া পুকুরে ছুড়ে ফেলেন বিধায়ক। হন্নিতন্নি হয়ে সেই ফোন উদ্ধার করতে নেমে পরে তদন্তকারী দল। শুরু হয় পুকুর থেকে জল বের করে তল্লাশির কাজ।

পুকুর থেকে উদ্ধার বিধায়কের ফোন 
পুকুর থেকে উদ্ধার বিধায়কের ফোন 

 অবশেষে শনিবার সাত সকালে মোবাইল উদ্ধারের জন্য আনা হয় দুটি পাম্প। কিন্তু তাতেও লাভ না হওয়ায় পুনর্নির্মাণ করা হয় মোবাইল ছোড়ার ঘটনা। আর তাতেই পুকুরের নির্দিষ্ট জায়াগায় ট্রাক্টর চালিয়ে পাওয়া যায় বিধায়কের একটি মোবাইল। তবে খোঁজ মেলেনি আরেকটি ফোনের। তবে কি ওই ফোনেই রয়েছে দুর্নীতি সংক্রান্ত তথ্য? জানতে মরিয়া সিবিআই। 




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File