Juyel Sarkar | এশিয়া কাপে তীরন্দাজিতে রূপো জিতলেন বাংলার 'জুয়েল', ৯টি পদক নিয়ে ফিরছেন তীরন্দাজরা
Friday, June 20 2025, 4:20 pm
Key Highlightsরাজ্য থেকে একমাত্র প্রতিযোগী হিসেবে এশিয়া কাপ স্টেজ-২ আর্চারি প্রতিযোগিতায় যোগদান করেই বঙ্গবাসীর মুখ উজ্জ্বল করলেন জুয়েল সরকার।
সিঙ্গাপুরে অনুষ্ঠিত আর্চারি এশিয়া কাপ স্টেজ ২ ইভেন্টে রুপোর পদক জিতে বাংলার মুখ উজ্জ্বল করেছেন তরুণ তিরন্দাজ জুয়েল সরকার। মালদহের ছেলে জুয়েল বর্তমানে ঝাড়গ্রামে বেঙ্গল আর্চারি অ্যাকাডেমিতে অনুশীলন করেন। পুণের আর্মি স্পোর্টস ইনস্টিটিউশনে এশিয়া কাপ স্টেজ ২ আর্চারি প্রতিযোগিতা এবং ওয়ার্ল্ড আর্চারি ইউথ প্রতিযোগিতার ট্রায়াল পাশ করে জুয়েল ভারতীয় দলে সুযোগ পান। এশিয়া কাপের দ্বিতীয় পর্ব থেকে ভারতের জুনিয়র তিরন্দাজরা মোট ন’টি পদক (দু’টি সোনা, ছ’টি রুপো এবং একটি ব্রোঞ্জ) জিতে ফিরছেন।
- Related topics -
- খেলাধুলা
- এশিয়ান চ্যাম্পিয়নস
- তিরন্দাজ
- অন্য খেলা
- রুপা
- স্বর্ণ পদক
- রাজ্য
- ভারত

