Jay Shah | আইসিসির চেয়ারম্যান হচ্ছেন জয় শাহ? আইসিসির চেয়ারম্যান পদে নির্বাচনে প্রার্থী হতে পারেন স্বরাষ্ট্রমন্ত্রীর পুত্র
Wednesday, August 21 2024, 11:39 am
Key HighlightsBCCIর সচিব পদের দায়িত্ব সামলানোর পর এবার আইসিসির চেয়ারম্যান হচ্ছেন জয় শাহ।
BCCIর সচিব পদের দায়িত্ব সামলানোর পর এবার আইসিসির চেয়ারম্যান হচ্ছেন জয় শাহ। নভেম্বরেই ক্রেগ বার্কলের স্থলাভিষিক্ত হতে চলেছেন তিনি। আইসিসির চেয়ারম্যান পদে নির্বাচন নভেম্বর মাসে। সূত্রের খবর, সেখানে প্রার্থী হতে পারেন জয় শাহ। নিয়ম অনুযায়ী আইসিসির নির্বাচনে, ১৬ জন বোর্ড সদস্যের মধ্যে ৯ জনের ভোট পেতে হয় চেয়ারম্যান পদে নির্বাচিত হলে। জল্পনা, জয় শাহ প্রার্থী হলে ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়াও তাঁকে সমর্থন করবে। সেক্ষেত্রে সবচেয়ে ক্ষমতাশালী তিন বোর্ডের সমর্থন পেয়ে যাবেন ভারতীয় বোর্ডের সচিব।
- Related topics -
- খেলাধুলা
- বিসিসিআই
- বিসিসিআই প্রেসিডেন্ট
- আইসিসি
- ক্রিকেট

