Jasprit Bumrah: চোটের কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন বুমরাহ
একাধিক রিপোর্ট অনুযায়ী, পিঠের চোটের কারণে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২ থেকে ছিটকে গিয়েছেন জসপ্রিত বুমরাহ।
টি-২০ বিশ্বকাপের আগে বিরাট ধাক্কা খেল টিম ইন্ডিয়া। চোটের জন্য টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন দলের এক নম্বর পেসার জশপ্রীত বুমরাহ। বিসিসিআই সূত্রকে উদ্ধৃত করে এমনটাই দাবি করেছে সংবাদ সংস্থা পিটিআই। সূত্রের দাবি, পিঠের ব্যথায় কাবু বুমরাহ আগামী ৪-৬ মাস মাঠের বাইরে থাকবেন। সুতরাং বিশ্বকাপে তাঁর খেলার প্রশ্নই উঠছে না।
শোনা যাচ্ছে, বুমরাহর চোট বেশ গুরুতর। তাই আপাতত মাঠে ফেরা হচ্ছে না তাঁর। বোর্ডের তরফে সরকারিভাবে এখনও বুমরাহর ছিটকে যাওয়ার খবর নিশ্চিত করা না হলেও, শেষ পর্যন্ত যদি সত্যিই তিনি ছিটকে যান তাহলে সেটা ভারতের জন্য বিরাট ধাক্কা হতে চলেছে। এমনিতেই এশিয়া কাপ এবং অস্ট্রেলিয়া সিরিজে ডেথ ওভারে বিশ্রী বোলিং করেছে ভারত। আশা ছিল বিশ্বকাপে বুমরাহ এবং অর্শদীপের জুটি ডেথ ওভারে টিম ইন্ডিয়াকে ভরসা দেবে। বুমরাহ ছিটকে যাওয়ায় অবশ্য মহম্মদ শামির (Mohammad Shami) জন্য বিশ্বকাপের দরজা খুলে যেতে পারে।