Japan Earthquake | বর্ষ শেষের দিনে ভূমিকম্পে কেঁপে উঠলো জাপান, রিখটার স্কেলে মাত্রা ৬

Wednesday, December 31 2025, 4:58 pm
highlightKey Highlights

জাপানের স্থানীয় সময় অনুসারে বুধবার সন্ধ্যা ৫টা ১২ মিনিট নাগাদ এই কম্পন অনুভূত হয়। তবে এর জেরে সুনামি সতর্কতা জারি করা হয়নি।


আমেরিকার জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, বুধবার জাপানের পূর্ব নোদা অঞ্চলের কাছের উপকূলে ভূমিকম্প আঘাত হেনেছে। রিপোর্ট অনুযায়ী, রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৬। এর উৎসস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ১৯.৩ কিলোমিটার গভীরে। সূত্রের খবর, বর্ষ শেষের দিনে বুধবার সন্ধ্যা ৫টা ১২ মিনিট নাগাদ এই কম্পন অনুভূত হয়। তবে এর জেরে কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি। কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। উল্লেখ্য, জাপান আবহাওয়া সংস্থা (জেএমএ) সূত্রের খবর, ৮ ডিসেম্বর ৭.৫ মাত্রার আর একটি ভূমিকম্প আঘাত হেনেছিল সেখানে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File