Jammu and Kashmir | কাশ্মীরের সংবাদপত্রের দফতরে তল্লাশি, উদ্ধার গুলি-কার্তুজ-পিস্তল সহ একাধিক আগ্নেয়াস্ত্র

Thursday, November 20 2025, 4:36 pm
highlightKey Highlights

দেশের সার্বভৌমত্ব রক্ষা বিরোধী খবর করা, দেশবিরোধী কাজ করার অভিযোগে চলল তল্লাশি৷


বহুদিন ধরেই প্ররোচনামূলক প্রতিবেদন ছাপার অভিযোগ করা হচ্ছিল কাশ্মীরের সংবাদপত্র ‘কাশ্মীর টাইমস’ এর বিরুদ্ধে। বৃহস্পতিবার জম্মুর রেসিডেন্সি রোডে সংবাদপত্রের অফিসে তল্লাশি চালায় জম্মু ও কাশ্মীরের স্টেট ইনভেস্টিগেশন এজেন্সি (এসআইএ)৷ অফিস থেকে এ কে রাইফেলের গুলি, কার্তুজ, পিস্তলের গুলি আর গ্রেনেডের তিনটে লিভার উদ্ধার করা হয়েছে। যদিও তল্লাশির পরে একটি বিবৃতি প্রকাশ করে ওই সংবাদপত্র কর্তৃপক্ষ জানিয়েছে, ‘‘আমরা আমাদের কাজ করে যাচ্ছি বলেই আমাদের টার্গেট করা হচ্ছে৷ এভাবে আমাদের মুখ বন্ধ করা যাবে না৷’’




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File