Jammu and Kashmir | পহেলগাঁও হামলায় সাহায্যকারী পাক মদতপুষ্ট জঙ্গিকে গ্রেফতার গোয়েন্দাদের
Wednesday, September 24 2025, 3:58 pm

অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে নতুন করে হত্যাকাণ্ডের সুলুকসন্ধান করতে চাইছেন তদন্তকারীরা।
পাঁচ মাস আগে পহেলগাঁওয়ের বাইসারানে ভয়াবহ জঙ্গি হামলার সম্মুখীন হয়েছিল পর্যটকেরা। বেছে বেছে ২৫ জন পর্যটককে গুলি করে মেরেছিল পাক মদতপুষ্ট লস্করের সহযোগী টিআরএফ জঙ্গিরা। এবার সেই হত্যাকাণ্ডে তিন জঙ্গিকে সাহায্যকারী কুলগামের বাসিন্দা বছর ২৬-এর যুবক মহম্মদ ইউসুফ কাটারিয়াকে গ্রেফতার করলো এনআইএ গোয়েন্দারা। ভূস্বর্গে ‘অপারেশন মহাদেব’ চলার সময় কাশ্মীর পুলিশের নজরে আসে এই কাটারিয়া। তাঁকে নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ। অভিযোগ, হামলার সময় লস্কর জঙ্গিদের কুলগাঁওয়ের জঙ্গলের পথ চিনিয়ে দিয়েছিল সে।
- Related topics -
- পহেলগাঁও জঙ্গি হামলা
- জঙ্গি
- জঙ্গিগোষ্ঠী
- পাক জঙ্গি
- জঙ্গি হামলা
- জম্মু কাশ্মীর সরকার
- জম্মু-কাশ্মীর
- গ্রেফতার