Israel | গাজার বুকে ‘গ্রাউন্ড অফেনসিভ’ হামলা ইজরায়েলের, মৃত ৭৮, বাসিন্দাদের সিটির দক্ষিণে চলে যাওয়ার নির্দেশ সেনার

গাজা সিটির আরও ভিতরে প্রবেশ করে অভিযান শুরু করল ইজরায়েলি সেনা।
২০২৩ থেকে প্যালেস্টাইনের জঙ্গি সংগঠন হামাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন নেতানিয়াহু। জঙ্গি দমনের নামে ইজরায়েলি সেনারা লাগাতার হামলা চালাচ্ছে গাজায়। এখনও পর্যন্ত গাজায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬০ হাজারেরও বেশি। আহতের সংখ্যা প্রায় ২ লক্ষ। অনাহারে দিন কাটাচ্ছেন ৪ লক্ষ ৭০ হাজার মানুষ। এবার আকাশপথের বদলে ‘গ্রাউন্ড অফেনসিভ’ অর্থাৎ সমতলে হামলা চালালো ইজরায়েলি সেনা। প্যালেস্তিনীয় ভূখণ্ডে ঢুকেছে শয়ে শয়ে ট্যাঙ্ক। অন্তত ৭৮ জন বাসিন্দার মৃত্যু হয়েছে। বাসিন্দাদের গাজা সিটির দক্ষিণ দিকে চলে যাওয়ার নির্দেশ দিয়েছে সেনা।