Israel | 'হামাসকে নিশ্চিহ্ন করে তবেই থামা হবে'! মার্কিন যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ নেতানিয়াহুর!

আমেরিকার তরফে দুই পক্ষকে যুদ্ধবিরতির প্রস্তাব দেওয়া হয়। যেখানে বলা হয়, হামাস দুই দফায় ১০ জন পণবন্দিকে মুক্তি দেবে, যার বিনিময়ে হবে ৭০ দিনের যুদ্ধবিরতির ঘোষণা করা হবে।
মার্কিন যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ করে দিলো ইজরায়েল। নেতানিয়াহুর স্পষ্ট বক্তব্য, ‘গাজার মাটি থেকে হামাসকে নিশ্চিহ্ন করে তবেই থামা হবে’। গত মার্চে স্বাক্ষরিত যুদ্ধবিরতির মেয়াদ শেষ হতেই নতুন করে হামাসের বিরুদ্ধে ভয়াবহভাবে হামলা শুরু করে ইহুদি সেনা। এই পরিস্থিতিতে আমেরিকার তরফে দুই পক্ষকে যুদ্ধবিরতির প্রস্তাব দেওয়া হয়। যেখানে বলা হয়, হামাস দুই দফায় ১০ জন পণবন্দিকে মুক্তি দেবে, যার বিনিময়ে হবে ৭০ দিনের যুদ্ধবিরতির ঘোষণা করা হবে। এই প্রস্তাবে হামাস সম্মতি জানালেও নারাজ ইজরায়েল।
- Related topics -
- আন্তর্জাতিক
- ইজরায়েল
- ইজরায়েল
- মার্কিন যুক্তরাষ্ট্র
- যুদ্ধ