Israel-Hamas War | যুদ্ধবিরতির আলোচনা স্থগিত হতেই গাজায় ফের হামলা ইজরায়েলের! শিশু-সহ মৃত অন্তত ২২০!

হামাসের সঙ্গে যুদ্ধবিরতি আলোচনা স্থগিত হওয়ার পরই গাজায় ফের হামলা চালালো ইজরায়েল!
হামাসের সঙ্গে যুদ্ধবিরতি আলোচনা স্থগিত হওয়ার পরই গাজায় ফের হামলা চালালো ইজরায়েল! মঙ্গলবার ভোর থেকে ব্যাপক এয়ার স্ট্রাইক শুরু করেছে ইজরায়েলি সেনা। ইজরায়েলের লাগাতার বিমান হামলায় অন্তত ২২০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে রয়েছে ৫ শিশু। এদিকে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কার্যালয় থেকে বিবৃতি জারি করে জানানো হয়, গাজায় আরও সেনা মোতায়েন করা হবে। সেখানে সেনাবাহিনীকে হামাসের জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। বিবৃতিতে স্পষ্ট বলা হয়েছে, হামাস পণবন্দীদের মুক্তি দিতে রাজি হয়নি।