Reliance Retail: নতুন প্রজন্মেই ভরসা মুকেশের, ব্যাটন যাচ্ছে ইশা আম্বানির হাতে!

Friday, December 15 2023, 11:27 am
highlightKey Highlights

মুকেশ আম্বানি পদত্যাগ করতেই আকাশ আম্বানি এখন রিলায়েন্স জিও-র চেয়ারম্যান। জল্পনা ছড়িয়েছে, যে Reliance Retail-এর দায়িত্ব আসতে চলেছে Isha Ambani-র কাঁধে।


পরবর্তী প্রজন্মের হাতে ধীরে ধীরে তুলে দেওয়া হচ্ছে রিলায়েন্স গ্রুপের ব্যাটন। দেশের অন্যতম বৃহত্তম কর্পোরেট হাউস রিলায়েন্স গ্রুপে বড়সড় রদ বদল হচ্ছে। যেমন, মুখেশ আম্বানি পদত্যাগ করার পরেই মঙ্গলবার থেকেই তাঁর পুত্র আকাশ আম্বানি হয়েছেন রিলায়েন্স জিও-র বোর্ডের চেয়ারম্যান। সোমবার রিলায়েন্স জিও-র বোর্ড কমিটির বৈঠকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়। 

আকাশ ছাড়াও মুকেশ আম্বানির আরও দুই সন্তান রয়েছে। তাঁর মধ্যে একজন হলেন ইশা আম্বানি। যিনি আসলে আকাশ আম্বানিরই যমজ বোন। এছাড়া রয়েছেন ছোট পুত্র অনন্ত আম্বানি। রিলায়েন্সের রিটেল ব্যবসার ভার মুকেশ আম্বানি কন্যার হাতেই তুলে দিতে পারেন বলে জোর জল্পনা ছড়িয়েছে।

তরুণ প্রজন্ম এখন নেতৃত্বের ভূমিকা নিতে প্রস্তুত। নতুন প্রজন্মকে আমাদের পথ দেখাতে হবে। তাঁদের উৎসাহিত করা উচিত।

মুকেশ আম্বানি

প্রধানত রিলায়েন্স গ্রুপের তিন রকমের ব্যবসা রয়েছে। এই ব্যবসাগুলির সংস্থা আলাদা আলাদা ভাবে গঠন করা হয়েছে। দেখে নেওয়া যাক রিলায়েন্স গ্রুপে কারা ভবিষ্যৎ প্রজন্ম হিসেবে উঠে আসছে।

আকাশ আম্বানি | Akash Ambani

Jio প্ল্যাটফর্ম, Jio Limited, Saavn Media, Jio Infocomm, Reliance Retail Ventures-এর বোর্ডে রয়েছেন। ২০১৯ সালে তিনি শ্লোকা মেহতাকে বিয়ে করেন।

অনন্ত আম্বানি | Anant Ambani

দাদার আকাশ আম্বানির মতোই পড়াশোনা করেছেন, আমেরিকার ব্রাউন ইউনিভার্সিটি থেকে। Reliance New Energy, Reliance New Solar Energy, Reliance O2C, Jio প্ল্যাটফর্মের বোর্ডে রয়েছেন তিনিও।

Isha Ambani
Isha Ambani

ইশা আম্বানি | Isha Ambani

ইয়েল এবং স্ট্যানফোর্ডে পড়াশোনা করেছেন। ২০১৫ সাল থেকে পারিবারিক ব্যবসায় যোগ দেন। Jio Platforms, Jio Limited, Reliance Retail Ventures-এর বোর্ডে রয়েছেন। ২০১৮ সালের ডিসেম্বরে, ব্যবসায়ী অজয় পিরামলের ছেলে আনন্দ পিরামলের সঙ্গে ইশার বিয়ে হয়।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File